Bangladesh-এর মেরুদণ্ডে বিরাট ধাক্কা, পোশাক শিল্পে এবার প্রতিবেশী দেশের বাজার খেয়ে নিচ্ছে ভারতের Textile সংস্থাগুলো!

Textile Industries: বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হল সে দেশের টেক্সটাইল শিল্প। আর এবার সেই শিল্পের উপরই কালো মেঘের ঘনঘটা।

Bangladesh-এর মেরুদণ্ডে বিরাট ধাক্কা, পোশাক শিল্পে এবার প্রতিবেশী দেশের বাজার খেয়ে নিচ্ছে ভারতের Textile সংস্থাগুলো!
Image Credit source: triloks/E+/Getty Images

Jun 20, 2025 | 5:45 PM

২০২৪ সালের অগস্ট মাসে হাসিনা সরকারের পতনের দারুণ টালমাটাল দেখেছে বাংলাদেশ। আর সেই প্রভাব পড়েছে বাংলাদেশের অর্থনীতিতে। বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হল সে দেশের টেক্সটাইল শিল্প। আর এবার সেই শিল্পের উপরই কালো মেঘের ঘনঘটা।

আর বাংলাদেশের এই দুর্দিনে আশার আলো দেখেছে ভারতের বস্ত্রবয়ন শিল্প। বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা ও চিনের উপর ট্রাম্পের বাড়তি শুল্ক এই শিল্পে ভারতকে একটি সস্তা বিকল্প হিসাবে তুলে ধরেছে। আর এর ফলেই মে মাসে ১১.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে ভারতের টেক্সটাইল রফতানি।

বিশেষজ্ঞরা বলছেন, পোশাক সরবরাহ একটি ধারাবাহিক প্রক্রিয়া। আর সেই কারণেই ক্রেতারা এই ধারাবিকতায় ছেদ পড়ুক, এমন ছায় না। ফলে, বাংলাদেশের অভ্যন্তরীণ উত্তেজনার কারণে এই ধারাবাহিকতায় ছেদ পড়তে পারে বলে মনে করেন ক্রেতারা। আর তার পরই তাঁরা ধীরে ধীরে সরে এসেছেন ভারতের দিকে। আর ভারতের বিরাট পরিকাঠামো রয়েছে। সেই পরিকাঠামোকে কাজে লাগিয়ে বিরাট অর্ডার খুব কম সময়ে পূরণ করতে খুবই কম সময় লাগবে ভারতীয় পোশাক প্রস্তুতকারীদের। আর এটাই অন্য দেশের তুলনায় ভারতকে একটা আলাদা জায়গা করে দিয়েছে।