Investment Story: স্যালারি ২৫ হাজার, ১১ বছরেই ৫ কোটি টাকার মালিক এক ব্যক্তি! কীভাবে জানেন?
Investment, 5Cr: তিনি তাঁর এই কেরিয়ারের উন্নতির কথা বলতে গিয়ে বলেন, উপার্জন বাড়াতে তিনি তাঁর কেরিয়ার গ্রোথে ফোকাস করেন।

ফাইন্যান্সিয়াল ফ্রিডম বা অর্থনৈতিক স্বাধীনতা প্রত্যেক মধ্যবিত্ত মানুষের কাছে স্বপ্নের মতো। এক ব্যক্তি মাত্র ১১ বছরে ৫ কোটি টাকার সম্পত্তি তৈরি করে ফেলেছেন। তিনি মাত্র ২৫ হাজার টাকা মাইনের চাকরি করেই শুধুমাত্র বিনিয়োগের মাধ্যমে এই পরিমাণ সম্পদ তৈরি করেছেন।
২০১৩ সালে ওই ব্যক্তি নিজের কেরিয়ার শুরু করেন মাত্র ২৫ হাজার টাকার মাইনে দিয়ে। শুরু থেকেই তিনি নিজের উপার্জনের ২৫ শতাংশ অর্থ জমাতে শুরু করেন। পরবর্তীতে তিনি নিজের বাড়ি ফিরে যান ও সঞ্চয়ের পরিমাণ আরও বাড়িয়ে দেন। ২০২৪ সালে তিনি তাঁর মোট আয়ের ৭৫ শতাংশ জমানো শুরু করেন। আর এভাবেই তিনি ৫ কোটি টাকা জমিয়ে ফেলেছিলেন।
তিনি তাঁর এই কেরিয়ারের উন্নতির কথা বলতে গিয়ে বলেন, উপার্জন বাড়াতে তিনি তাঁর কেরিয়ার গ্রোথে ফোকাস করেন। তিনি বিনিয়োগের অভ্যাস চালিয়ে যেতে থাকেন। আরও বড় কথা, তাঁর কোনও ঋণ ছিল না ও তিনি কোনও ভাড়া বাড়িতেও থাকতেন না। আর এই সব কারণেই তিনি নিশ্চিন্ত মনে বিনিয়োগ করতে পেরেছিলেন।
তবে তিনি এমন একটা কাজ করতে মানা করেছেন, যা অনেক বিনিয়োগকারী করে ফেলে। তিনি বারবার ক্রিপ্টোকারেন্সি বা দেউলিয়া হয়ে যাওয়া সংস্থাগুলোয় বিনিয়োগ করতে বারণ করেছেন। তিনি বিনিয়োগে শক্তিশালী ভিত তৈরি করার কথা বলেছেন প্রথম থেকেই।
কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।
