
১৮৫৩ সালের আপ্রিল মাসের ১৬ তারিখ ভারতে প্রথম প্যাসেঞ্জার ট্রেন চলাচল শুরু হয়। প্রথম ট্রেন চলেছিল মুম্বইয়ের থানে ও তৎকালীন বোরি বন্দর স্টেশনের মধ্যে। এই বোরি বন্দর স্টেশনকেই ১৮৮৮ সালে ভিক্টোরিয়া টার্মিনাস রূপে গড়ে তোলা হয়। বর্তমানে এই স্টেশনের নাম ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস। আর সেই ট্রেন পরিষেবা শুরু হওয়ার প্রায় ১৭২ বছর পর ২০২৫ সালে যাত্রীদের জন্য একটা সুখবর নিয়ে হাজির হল ভারতীয় রেল।
এসি কোচে এই সুবিধা বেশ কয়েক বছর আগে থেকেই পাওয়া যায়। আর এবার সেই সুবিধা পেতে চলেছেন স্লিপার কোচের যাত্রীরাও। ভারতের মতো দেশে সাধারণ মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াতের জন্য স্লিপার ক্লাসের উপরই ভরসা করেন। ফলে, স্লিপারে এই সুবিধা মিললে তা ভারতের একটা বিরাট অংশের কাছে পৌঁছে যাবে।
আসলে, এতদিন পর্যন্ত শুধুমাত্র এসি কোচে ভ্রমণকারী যাত্রীরাই হ্যান্ডওয়াশ ব্যবহারের সুবিধা পেত। আর এবার থেকে রেলের নয়া নিয়ম অনুযায়ী দেশে চলা সমস্ত স্লিপার কোচেই হ্যান্ডওয়াশ থাকবে। দেশে চলা ১২ হাজারের বেশি যাত্রীবাহী ট্রেনের ২ লক্ষ ৬৪ হাজারের বেশি স্লিপার কোচে এই হ্যান্ডওয়াশের সুবিধা চালু হবে।
পশ্চিম রেলওয়ের রতলম ডিভিশনে এই পরিষেবা প্রথম চালু হলেও রেল বোর্ডের নির্দেশিকা অনুযায়ী জুন মাস থেকেই দেশের সমস্ত স্লিপার কোচে হ্যান্ডওয়াশ মিলবে। ট্রেনের স্লিপার কোচগুলোয় অন বোর্ড হাউস কিপিং পরিষেবার মাধ্যমে এই সুবিধা দেওয়া হবে বলেই জানা গিয়েছে।