Operation Sindoor: পাক জঙ্গিদের ‘বধ’ করতে বায়ুসেনার সঙ্গী হয়েছিল আদানিরাও, কীভাবে জানেন?

India Pakistan Tensions: এটি একটি আত্মঘাতী ড্রোন। যা শত্রুর ঘরে ঢুকে আত্মহত্যা অর্থাৎ ফেটে পড়ে। এক সময় যেভাবে ভারতের ভিতরে আত্মঘাতী বোমারু জঙ্গি পাঠাত লস্কর-জইশরা। এই ড্রোনও ঠিক একই কৌশলে শেষ করে জঙ্গিদের।

Operation Sindoor: পাক জঙ্গিদের বধ করতে বায়ুসেনার সঙ্গী হয়েছিল আদানিরাও, কীভাবে জানেন?
প্রতীকী ছবিImage Credit source: PTI | Meta AI

|

May 12, 2025 | 7:38 PM

নয়াদিল্লি: ভারতের হাতে ‘শক্তি’ তুলে দিয়েছে আদানিরা। আর সেই ‘শক্তি’ দিয়েই পাকিস্তানে প্রত্যাঘাত করেছে ভারত। পহেলগাঁও হামলার পর ভারতের অপারেশন সিঁদুর অভিযানে বায়ুসেনার হাতিয়ার হয়েছিল স্কাই স্ট্রাইকার কামিকাজে ড্রোন।

এটি একটি আত্মঘাতী ড্রোন। যা শত্রুর ঘরে ঢুকে আত্মহত্যা অর্থাৎ ফেটে পড়ে। এক সময় যেভাবে ভারতের ভিতরে আত্মঘাতী বোমারু জঙ্গি পাঠাত লস্কর-জইশরা। এই ড্রোনও ঠিক একই কৌশলে শেষ করে জঙ্গিদের। ইজরায়েলের এলবিট সিস্টেম সংস্থার ভাবনায় ভারতের বেঙ্গালুরুতে আদানিদের সংস্থা আলফা ডিজাইন এই আত্মঘাতী ড্রোন তৈরি করে। যা ব্যবহার করা হয় অপারেশন সিঁদুরেও।

একটি প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালে আদানিদের সংস্থা দ্বারা নির্মিত এই কামিকাজে স্কাই স্ট্রাইকারকে সর্বপ্রথম নিজেদের বায়ুসেনার অস্ত্র ভান্ডারে জায়গা দেওয়ার কথা ভাবে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক। সেই ভিত্তিতে প্রথমে ১০০টি ড্রোনের অর্ডার দেওয়া হয়। তবে অপারেশন সিঁদুরের জন্য কতগুলি স্কাই স্ট্রাইকার ব্যবহার করেছে বায়ুসেনা, সেই প্রসঙ্গে কোনও তথ্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, রবিবার সাংবাদিক বৈঠক থেকে সেনার দেওয়া তথ্য অনুযায়ী, পাকিস্তানে প্রত্যাঘাত চালিয়ে মোট ১০০টিরও বেশি জঙ্গি মেরেছে ভারত। এছাড়াও, ধ্বংস করে দেওয়া হয়েছে ৯টি জঙ্গি ঘাঁটি। এগুলির বেশির ভাগটাই লস্কর ও জইশদের। সেনা তরফে আরও জানানো হয়েছে, অপারেশন সিঁদুর শুধুমাত্র জঙ্গিদের ‘শেষ’ করতেই শুরু করেছিল ভারত। কিন্তু জঙ্গিদের হারিয়ে যে ভাবে বারবার হামলা চালিয়েছে পাকিস্তান, তার পাল্টা ভারতকেও বাধ্য হয়ে তাদের বায়ুসেনা ঘাঁটিতে প্রত্যাঘাত চালাতে হয়েছে।