Adani Group: আদানি এন্ট্রি নিতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল এই সব শেয়ার!

Mar 21, 2025 | 12:34 PM

Adani Enterprise: আদানি এন্টারপ্রাইজ ঘোষণা করেছে তাদের সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান কেসিএল বা কচ্ছ কপার লিমিটেড পিইএল নামে একটি নতুন সংস্থা তৈরি করেছে।

Adani Group: আদানি এন্ট্রি নিতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল এই সব শেয়ার!

Follow Us

যখন ভারতের শেয়ার বাজার হুড়মুড়িয়ে পড়ছিল সেই সময় আন্তর্জাতিক ব্রোকারেজ সংস্থা গোল্ডম্যান স্যাকস বাজি ধরেছিল ভারতের কেবল ও তারের সেক্টরের উপর। পূর্বাভাস ছিল ভারতের এই সেক্টর ২০২৪ থেকে ২০২৯ অর্থবর্ষের মধ্যে বাৎসরিক গড়ে ১১ থেকে ১৩ শতাংশ হারে বৃদ্ধি পাবে। কিন্তু ২০ মার্চ বাজার খুলতেই একটা বিরাট ধাক্কা খেলো এই সেক্টরের শেয়ারগুলো।

কেবল ও তারের সেক্টরে থাকা সংস্থাগুলোর শেয়ারের দাম সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত কমেছে। মনে করা হচ্ছে এই সেক্টরে আদানি গ্রুপের প্রবেশই এর প্রধান কারণ। কিছুদিন আগেই তার ও কেবলের ব্যবসায় প্রবেশ করেছে বিড়লা গ্রুপ। ফলে প্রতিযোগিতা আরও বেড়েছে এই সেক্টরে।

কেবল ও তার উৎপাদনে ব্যবহৃত হওয়া প্রধান ধাতু হচ্ছে তামা ও অ্যালুমিনিয়াম। আর এই দুই ধাতুর দাম বৃদ্ধি কিছুটা হলেও প্রভাব ফেলেছে এই সেক্টরের শেয়ারের দাম কমার পিছনে।

আদানি এন্টারপ্রাইজ ঘোষণা করেছে তাদের সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান কেসিএল বা কচ্ছ কপার লিমিটেড পিইএল নামে একটি নতুন সংস্থা তৈরি করেছে। প্রণীতা ভেঞ্চার্সের সহযোগিতায় আদানি এন্টারপ্রাইজ প্রণীতা ইকোকেবলস লিমিটেড নামের এই সংস্থা তৈরি করেছে।

নয়া এই সংস্থা কেবল ও তার তৈরি ও সেই তার বিক্রি করবে। আদানি গ্রুপ এই সেক্টরের বড় নাম হয়ে ওঠার জন্য বিভিন্ন ধরণের পদক্ষেপ করছে। আর এই সংস্থা তাদের উৎপদন শুরু করলে পলিক্যাব, কেইআই ইন্ডাস্ট্রিজ, হ্যাভেলস ও আরআর কেবলের মতো সংস্থাগুলোর জন্য প্রতিযোগিতা আরও বাড়বে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। উল্লেখ্য, নতুন এই সংস্থার কথা প্রকাশ্যে আসার পর কেইআই ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম ১৫ মাসে সির্বনিম্ন দামে পৌঁছে গিয়েছে। অন্যান্য সংস্থাগুলোর শেয়ারের দামও কমছে হুড়মুড়িয়ে।

কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।