AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভারতে মোবাইল তৈরি করবেন না, অ্যাপেলের পর আরও এক বড় সংস্থাকে হুমকি ট্রাম্পের!

Donald Trump: কয়েকদিন আগেই অ্যাপেল সংস্থার মালিক স্টিভ জবসকে বলেছিলেন, আইফোনের উৎপাদন যেন ভারতে না করে, আমেরিকায় করা হয়। ভারতে অ্য়াপেলের কারখানা খোলা তাঁর নাপসন্দ।

ভারতে মোবাইল তৈরি করবেন না, অ্যাপেলের পর আরও এক বড় সংস্থাকে হুমকি ট্রাম্পের!
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।Image Credit: PTI
| Updated on: May 24, 2025 | 7:30 PM
Share

ওয়াশিংটন: এ যেন রাজার রাজত্ব। কে কোথায় শিল্প উৎপাদন করবে, বাণিজ্য করবে, তা ঠিক করে দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েকদিন আগেই অ্যাপেল সংস্থার মালিক স্টিভ জবসকে বলেছিলেন, আইফোনের উৎপাদন যেন ভারতে না করে, আমেরিকায় করা হয়। ভারতে অ্য়াপেলের কারখানা খোলা তাঁর নাপসন্দ। এবার অ্যাপেলের পর আরেক ইলেকট্রনিক উৎপাদন সংস্থাকেও হুঁশিয়ারি দিলেন ট্রাম্প।

এবার ট্রাম্পের নজরে স্যামসাং। তাঁর সাফ বক্তব্য, স্যামসাং যদি আমেরিকায় স্মার্টফোন উৎপাদন না করে, তাহলে তাদের পণ্যের উপরে ২৫ শতাংশ আমদানি শুল্ক চাপানো হবে।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “শুধুমাত্র অ্যাপেল নয়, স্যামসাং বা অন্য কোনও সংস্থা যারা আমেরিকায় মোবাইল ফোন বিক্রি করে, তারা যদি আমেরিকায় ফ্যাক্টরি তৈরি করে, তবে কোনও ট্যারিফ বসবে না। কিন্তু যদি তারা অন্য় দেশে মোবাইল উৎপাদন করে, তবে ২৫ শতাংশ ট্যারিফ দিতে হবে।”

ট্রাম্প নিজের সোশ্য়াল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে পোস্ট করে লিখেছেন, “আমি ইতিমধ্যে অ্যাপেলের সিইও টিম কুককে বলেছি যে আমেরিকায় বিক্রি হওয়া আইফোন এখানেই তৈরি হওয়া উচিত, ভারত বা অন্য কোনও দেশে নয়। যদি তা না হয়, তবে অ্যাপেলকে কমপক্ষে ২৫ শতাংশ ট্যারিফ দিতে হবে।”

অ্যাপেল সম্প্রতিই চিন থেকে তাদের প্রোডাকশন হাব সরিয়ে ভারতে এনেছে। তিনটি কারখানা রয়েছে ভারতে। অন্যদিকে স্যামসাং ভারত, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম ও ব্রাজিলে তাদের ফোন ও অন্যান্য ইলেকট্রনিক পণ্য উৎপাদন করে।