Share Market News: বৈশাখ মাসেই বাড়ল বাজার, সেনসেক্স বাড়ল ৩০৯ পয়েন্ট!
Stock Market: গতকালের পর আজও বাড়ল দেশের ২ বেঞ্চমার্ক সূচকই। ১০৮ পয়েন্ট বেড়েছে নিফটি ৫০। আর এক বেঞ্চমার্ক সূচক বিএসই সেনসেক্স বেড়েছে ৩০৯ পয়েন্ট।

আজ ১৬ এপ্রিল, গতকালের পর আজও বাড়ল দেশের ২ বেঞ্চমার্ক সূচকই। ১০৮ পয়েন্ট বেড়েছে নিফটি ৫০। আর এক বেঞ্চমার্ক সূচক বিএসই সেনসেক্স বেড়েছে ৩০৯ পয়েন্ট।
গতকালের মতো চড়চড়িয়ে না বাড়লেও, কয়েকটি সেক্টোরিয়াল সূচক ছাড়া বাকি বাজার মোটামুটি উঠেছে আজ। ৭৩৮ পয়েন্ট বেড়েছে নিফটি ব্যাঙ্ক। ৮৬৯ পয়েন্ট বেড়েছে বিএসই ব্যাঙ্কেক্স সূচক। এ ছাড়াও আজ বেশ খানিকটা করে বেড়েছে নিফটি নেক্সট ৫০, নিফটি স্মলক্যাপ ১০০, বিএসই স্মলক্যাপের মতো সূচক। ৫২৯ পয়েন্ট বেড়েছে নিফটি কমোডিটিসের মতো সেক্টোরিয়াল সূচকও।
ভারতের বাজারে ঊর্ধ্বগতি দেখা গেলেও আজকের দিনটা মোটেও ভাল যায়নি এশিয়ার অন্যান্য দেশের বাজারের জন্য। ৩৪৭ পয়েন্ট পড়েছে জাপানি সূচক নিক্কেই। ৪০৯ পয়েন্ট বেড়েছে চিনা সূচক হ্যাংসেং। এমনকি পড়েছে দক্ষিণ কোরিয়ান সূচকও।
আজ বাড়ল যারা:
আজ আপার সার্কিট হিট করেছে একাধিক সংস্থা। এর মধ্যে রয়েছে সোমা টেক্সটাইল অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, আর্কিডপ্লাই ডেকর, সেকমার্ক কন্সাল্টেন্সি, রাজ অয়েল মিলস, মানাকসিয়া অ্যালুমিনিয়াম।
আজ পড়ল যারা:
আজ পড়েছে জেটিএল ইন্ডাস্ট্রিজ, ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট ট্রাস্ট, রাজ টেলিভিশন নেটওয়ার্ক, ইজ মাই ট্রিপ, জাইডাস লাইফ সাইন্সেসের শেয়ারের দাম।
বাজারের টুকরো খবর:
* আজ শেয়ার প্রতি ৩ টাকা ডিভিডেন্ড দিল মাজাগন ডক শিপ * আজ বার্ষিক ফলাফল প্রকাশ করেছে বল্লারপুর ইন্ডাস্ট্রিজ, স্বরাজ ইঞ্জিনস, রিলায়েন্স ইন্ডাস্ত্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার, ওয়ারি রিনিউবেলস। * বার্ষিক ফলাফলের সঙ্গে চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করেছে লাগনাম স্পিনটেক্স, উইপ্রো, ইনফোমিডিয়া প্রেস, ইন্ডিয়া সিমেন্টস ক্যাপিটাল, হিরা ইস্পাত, জিটিপিএল হ্যাথওয়ে ও অ্যাঞ্জেল ওয়ান।
*১৬ এপ্রিল বাজার বন্ধের সময়ের তথ্য অনুযায়ী
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।





