Adani Group Shares: সুপ্রিম কোর্টের রায় আসতেই আদানির শেয়ার দেখে কে! উইসেন বোল্ডের মতো দিল দৌড়
Adani Group Shares: দালাল স্ট্রিটে ঢুকলেই দেখা যাচ্ছে দুপুর ৩টে পর্যন্ত আদানি এন্টারপ্রাইজের শেয়ার প্রায় ১০০ টাকা বেড়ে গিয়েছে। শেয়ার প্রতি নতুন দাম ঘোরাফেরা করছে ৩ হাজার ৩০ টাকার আশেপাশে। অন্যদিকে আদানি পাওয়ারের শেয়ারও দুপুর ৩টে পর্যন্ত ৪.৮০ শতাংশ বেড়েছে।
নয়া দিল্লি: সিট তদন্তের দরকার নেই। তদন্তভার থাকছে সেবিই। আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ওঠা শেয়ারে কারচুপির অভিযোগ খতিয়ে দেখবে তারাই। সোজা কথায় হিন্ডেনবার্গ মামলায় সেবি-র তদন্তে হস্তক্ষেপ করতে নারাজ সুপ্রিম কোর্ট। তাতেই যেন স্বস্তির হাওয়া আদানি গ্রুপে। এদিকে ইতিমধ্যেই ২২টি বিষয়ের মধ্যে ২০টির তদন্ত শেষ করে দিয়েছে সেবি। পাহাড় প্রমাণ কোনও দুর্নীতির খোঁজ এখনও পাওয়া যায়নি বলেই খবর। এরইমধ্যে সুপ্রিম কোর্টের রায়ে উচ্ছ্বসিত গৌতম আদানি। তিনি তো লিখেই ফেলেছেন, “সত্যের জয় হল। সত্য়মেব জয়তে।” শুধু যে গৌতম আদানি একাই খুশি হয়েছেন এমনটা নয়, সুপ্রিম রায়ের পর যেন আদানের সব শেয়ারেই কার্যত বুল রান দেখা গেল। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে আদানি গ্রুপের ঘরে ঢুকল কয়েক হাজার কোটি টাকা।
দালাল স্ট্রিটে ঢুকলেই দেখা যাচ্ছে দুপুর ৩টে পর্যন্ত আদানি এন্টারপ্রাইজের শেয়ার প্রায় ১০০ টাকা বেড়ে গিয়েছে। শেয়ার প্রতি নতুন দাম ঘোরাফেরা করছে ৩ হাজার ৩০ টাকার আশেপাশে। অন্যদিকে আদানি পাওয়ারের শেয়ারও দুপুর ৩টে পর্যন্ত ৪.৮০ শতাংশ বেড়েছে। দাম প্রায় ৩৫ টাকা বেড়ে গিয়েছে। একই ছবি আদানি গ্রিন এনার্জির ক্ষেত্রেও। দাম বেড়েছে প্রায় ৬.০৮ শতাংশ। সকাল থেকে দুপুর পর্যন্ত দাম বেড়েছে ৯৭ টাকারও বেশি। নতুন দাম পেরিয়ে গিয়েছে ১৭০০ টাকার গণ্ডি।
অন্যদিকে আদানি টোটাল গ্যাসের শেয়ারেও বুল রান দেখা গিয়েছে। এখনও পর্যন্ত দাম বেড়েছে ১০ শতাংশের বেশি। সকাল থেকে ১০০ টাকারও বেশি বেড়েছে দাম। নতুন দাম পেরিয়ে গিয়েছে ১১০০ টাকার গণ্ডি। অন্যদিকে আদানি উইলমারের শেয়ারও ৪ শতাংশের বেশি দাম বেড়েছে। নতুন দাম চারশো ছুঁইছুঁই। দাম বেড়েছে আদানি পোর্টেরও। ২ শতাংশের বেশি দাম বেড়ে নতুন দাম এখন ১১০২টাকার বেশি।