নয়াদিল্লি: ভারতীয় স্টেট ব্যাঙ্ক গ্রাহক আপনি? তাহলে জেনে রাখুন অনলাইন লেনদেনের পরিবর্তিত নিয়ম। গ্রাহকদের এ বিষয়ে সতর্ক করেছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক। এখন Yono অ্যাপের মাধ্যমে অনলাইন লেনদেন করা যাচ্ছে। আগের থেকে চাহিদাও বেড়েছে Yono অ্যাপের।
করোনা পরিস্থিতির জেরে গত এক বছরের বেশি সময় ধরে সব স্তব্ধ হয়ে আছে। সুরক্ষাবিধি মেনে কাজকর্ম হলেও মারণ ভাইরাসের ভয়ে ব্যাঙ্কে যেতে চান না গ্রাহকরা। তাই আগের থেকে অনলাইনে লেনদেনের মাত্রা বেড়ে গিয়েছে।
ভারতীয় স্টেট ব্যাঙ্কের পক্ষ থেকে টুইট করে Yono অ্যাপ সম্পর্কে গ্রাহদের জানানো হয়েছে। ব্যাঙ্কে রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়েই এই অ্যাপ ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে মোবাইল নম্বর দেওয়া আছে কেবল সেই নম্বরই কাজ করবে।
জানা গিয়েছে, করোনা পূর্ববর্তী যুগে Yono অ্যাপ ১.৭ কোটি গ্রাহক। আর করোনা আসার পর অনলাইন ব্যাঙ্কিং বেড়ে যাওয়ায় ৩.২ কোটি গ্রাহক এই অ্যাপ ব্যবহার করছে (২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত)। আরও পড়ুন: মাসের শেষেই ঢুকছে পিএফের সুদের টাকা, কীভাবে অ্যাকাউন্টের ব্যালেন্স দেখবেন, জানেন তো?