Amazon Investment: ২ হাজার কোটির বিনিয়োগ, এবার আরও তাড়াতাড়ি আপনার বাড়িতে পৌঁছবে অর্ডার দেওয়া জিনিস!
Amazon India: আমাজন নতুন বেশ কিছু ফুলফিলমেন্ট সেন্টার ও প্যাকেজিং করার জায়গা তৈরি করতে চলেছে। এ ছাড়াও দেশে বেশ কিছু নতুন ডেলিভারি স্টেশনও তৈরি করতে চলেছে তারা।

ভারতে লজিস্টিক্স ও ইনফ্রাস্ট্রাকচার আরও উন্নত করতে ও ব্যাপ্তি আরও বাড়াতে এবার ২ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে আমাজন। এর ফলে আমাজনের সার্ভিস আরও ভাল হবে, আরও দ্রুত হবে। এ ছাড়াও ডেলিভারি পার্টনার ও কর্মচারীদের জন্যও ভাল কিছু করছে তারা।
আমাজন নতুন বেশ কিছু ফুলফিলমেন্ট সেন্টার ও প্যাকেজিং করার জায়গা তৈরি করতে চলেছে। এ ছাড়াও দেশে বেশ কিছু নতুন ডেলিভারি স্টেশনও তৈরি করতে চলেছে তারা। এ ছাড়াও সংস্থার বর্তমান যে ফেসিলিটি রয়েছে সেগুলোকেও আপগ্রেড করতে চলেছে তারা। সেখানে স্বয়ংক্রিয় ব্যবস্থা, ঠান্ডা করার নয়া সিস্টেম, নতুন সেফটি ফিচার, বিশ্রাম করার নতুন জায়গা তৈরি করবে তারা।
নতুন ফুলফিলমেন্ট সেন্টার তৈরি হলে ও বর্তমান ফুলফিলমেন্ট সেন্টারগুলো আপগ্রেড করার জন্য এই ফান্ড ব্যবহার করা হবে। আর এর ফলে আমাজনের ডেলিভারি আরও দ্রুত হবে। আরও এফিসিয়েন্সির সঙ্গে পণ্য বাড়ি বাড়ি পৌঁছে দিতে পারবে এই সংস্থা।
