Ambuja Cement: কোন ম্যাজিকে হু হু করে চড়ছে অম্বুজার শেয়ার দর?
Ambuja Cement: চলতি বছরের জুলাইয়ে আদানি নিয়ন্ত্রিত অম্বুজার শেয়ার দর যেখানে ৪০০ টাকার কাছাকাছি ছিল তা এখন পেরিয়ে গিয়েছে ৫০০ টাকার গণ্ডি। তাতেই নতুন করে আশার আলো দেখতে শুরু করছেন বিনিয়োগকারীরা। একদিনের কোম্পানির শেয়ার মূল্য বেড়েছে ৭ শতাংশের বেশি।
কলকাতা: অধিগ্রহণের খবরটা মিলেছিল আগেই। অবশেষে সঙ্ঘী ইন্ডাস্ট্রিজের দখল চলে এসেছে অম্বুজা সিমেন্টের কাছে। তাতেই দুই সংস্থার শেয়ারের দর বাড়তে শুরু করল রকেট গতিতে। শুধু মঙ্গলবারই অম্বুজার শেয়ার দর বেড়েছে ৩২ টাকার বেশি। অন্যদিকে Sanghi Industries Ltd-এর শেয়ারের দাম ৬ টাকার বেশি বেড়ে গিয়েছে। চলতি বছরের জুনের শেষ দিকে এই সংস্থার শেয়ারের দাম ছিল ৭১ টাকার কাছাকাছি। তা বর্তমানে পৌঁছে গিয়েছে ১২৯ টাকার ঘরে।
অন্যদিকে চলতি বছরের জুলাইয়ে আদানি নিয়ন্ত্রিত অম্বুজার শেয়ার দর যেখানে ৪০০ টাকার কাছাকাছি ছিল তা এখন পেরিয়ে গিয়েছে ৫০০ টাকার গণ্ডি। তাতেই নতুন করে আশার আলো দেখতে শুরু করছেন বিনিয়োগকারীরা। একদিনের কোম্পানির শেয়ার মূল্য বেড়েছে ৭ শতাংশের বেশি। সেখানে Sanghi Industries Ltd-এর শেয়ার একদিনে ৫ শতাংশ বেড়েছে। সম্প্রতি অম্বুজার পক্ষ থেকে স্টক এক্সচেঞ্জে এক ফাইলিংয়ের আবেদন করা হয়েছে।
সেখানেই জানানো হয়েছে, ইতিমধ্য়েই তাঁদের পক্ষ থেকে Sanghi Industries Ltd-এর অধিগ্রহণ শেষ হয়েছে। প্রায় ৫১৮৫ কোটি টাকার চুক্তি হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। সূত্রের খবর, এই অধিগ্রহণ প্রক্রিয়ার জন্য সংস্থার অভ্যন্তরীণ সঞ্চয়কে ব্যবহার করা হয়েছে। এই খবর প্রকাশ্যে আসতেই হু হু করে চড়তে শুরু করেছে সংস্থার শেয়ার দর। খুশির হাওয়া বিনিয়োগকারীদের মধ্যে।
বিঃ দ্রঃ – এটি একটি শেয়ার বাজার এবং বিনিয়োগ সম্পর্কিত শিক্ষামূলক প্রতিবেদন। এই প্রতিবেদনের উদ্দেশ্য কখনই বিনিয়োগে উৎসাহিত করা বা মুনাফা কামানোর সহজ উপায় খুঁজে দেওয়া নয়। শেয়ার বাজারের বিভিন্ন বিষয় সম্পর্কে জানানোই এই প্রতিবেদনের অন্যতম লক্ষ্য। উল্লেখ্য, শেয়ার বাজারের বিনিয়োগ সর্বদাই ঝুঁকিুপূর্ণ।