Abhishek Bachchan, SBI: State Bank Of India-কে বাড়ি ভাড়া, বছরে ২ কোটির বেশি উপার্জন অভিষেক বচ্চনের!

State Bank Of India: অভিষেক বচ্চন এমন এক কাজ করেছেন যাতে মাসে প্রায় ২০ লক্ষ টাকা শুধু ঘরে বসেই উপার্জন করেন তিনি।

Abhishek Bachchan, SBI: State Bank Of India-কে বাড়ি ভাড়া, বছরে ২ কোটির বেশি উপার্জন অভিষেক বচ্চনের!

Apr 29, 2025 | 11:18 AM

বলিউডের বেতাজ বাদশা অমিতাভ বচ্চন। একাধিক সংবাদ সংস্থার রিপোর্ট বলছে ২০২৪-২৫ অর্থবর্ষে মোট ৩৫০ কোটি টাকা আয় করেছেন তিনি। কিন্তু তাঁর ছেলে, অভিষেক বচ্চন এমন এক কাজ করেছেন যাতে মাসে প্রায় ২০ লক্ষ টাকা শুধু ঘরে বসেই উপার্জন করেন তিনি। অভিনেতারা সাধারণত খবরে আসেন তাঁদের অভিনয় ও অভিনয় থেকে উপার্জনের কারণে। কিন্তু অভিষেক বচ্চন এমন এক মানুষ, যিনি হঠাৎই আলোচনায় এসেছেন তাঁর এই বিনিয়োগের কারণে।

মুম্বইয়ের জুহুতে জলসা নামক যে বাংলোতে থাকে বচ্চন পরিবার তার কাছেই আরও দুটো বাংলো রয়েছে তাঁদের। বৎস ও আম্মু নামক দুটি বাংলোর গ্রাউন্ড ফ্লোর অভিষেক বচ্চন ভাড়া দিয়েছেন ভারতীয় স্টেট ব্যাঙ্ককে। আর জুহু মুম্বইয়ের অন্যতম প্রধান সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। ফলে সেখানে কমার্শিয়াল জমি বা বাড়ির চাহিদা খুবই বেশি।

২০২১ সালের ২৮ সেপ্টেম্বর করা ১৫ বছরে মাসিক ১৮ লক্ষ ৯০ হাজার চুক্তিতে ওই জায়গা ভাড়া নিয়েছে স্টেট ব্যাঙ্ক। চুক্তি অনুযায়ী, প্রতি ৫ বছরে ছাড়া ২৫ শতাংশ ভাড়া বাড়বে ওই জায়গার। সেক্ষেত্রে, ২০২৬ সালে ৫ বছর পার হওয়ার পর ভাড়ার অঙ্ক বেড়ে হবে ২৩ লক্ষ ৬০ হাজার টাকা। এবং ১০ বছর শেষের পর ওই ভাড়া বৃদ্ধি পেয়ে হবে ২৯ লক্ষ ৫০ হাজার টাকা। ওই জায়গায় কমার্শিয়াল প্লেস ভাড়া পেতে প্রায় ২ কোটি ২৬ লক্ষ টাকা ডিপোজিট হিসাবে রেখেছে ব্যাঙ্কটি। যা আসলে চুক্তি অনুযায়ী ১ বছরের ভাড়ার সমান।

উল্লেখ্য, সামনেই অভিষেক বচ্চনের নতুন সিনেমা হাউসফুল ৫ আসছে। অভিষেক বচ্চম ছাড়া ওই সিনেমায় রয়েছেন অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, জ্যাকলিন ফার্নান্ডেজের মতো তারকারা। তরুণ মনসুখানির পরিচালনায় এই সিনেমা মুক্তি পাবে ২০২৫ সালের ৬ জুন।