লাখ টাকা কামানোর ফর্মুলা বলাই মস্ত ভুল, ভয়ঙ্কর ক্ষতি হয়ে গেল ভাইরাল অটো চালকের!

BKC US Consulate, Mumbai: মাসিক আয় ৫ থেকে ৮ লক্ষ টাকা, লিঙ্কডইনে ভাইরাল হয়েছিলেন এই অটো ড্রাইভার। আর এবার তাঁর উপার্জনের রাস্তাই বন্ধ করে দিল মুম্বই পুলিশ!

লাখ টাকা কামানোর ফর্মুলা বলাই মস্ত ভুল, ভয়ঙ্কর ক্ষতি হয়ে গেল ভাইরাল অটো চালকের!

Jun 12, 2025 | 10:41 AM

কিছুদিন আগেই মুম্বইয়ের এক অটো ড্রাইভার ভাইরাল হয়েছিলেন। মনে করা হচ্ছিল তাঁর উপার্জন মাসে ৫ লক্ষ থেকে ৮ লক্ষ টাকা। তিনি বান্দ্রা কুর্লা কমপ্লেক্সের আমেরিকান কনসুলেটের সামনে অটো দাঁড় করিয়ে ব্যাগ রাখার ব্যবসা চালাতেন। জানা গিয়েছে, এখন পুলিশ তাঁর সেই ব্যবসা বন্ধ করিয়ে দিয়েছে।

পড়ুন: MBA নন, নেই Startups! অটো না চালিয়েও মাসিক ৫ থেকে ৮ লক্ষ টাকা উপার্জন করেন এক Auto Driver…

লিঙ্কডইনে এই অটো ড্রাইভারকে ভাইরাল করেছিলেন লেন্সকার্টের প্রোডাক্ট লিডার রাহুল রুপানি। তিনি ভিসার জন্য ওই ইউএস কনসুলেটে গিয়েছিলেন। এবং ওই অটো ড্রাইভারের ব্যাগ জমা রাখার ব্যবসা দেখে অবাক হয়েছিলেন। রাহুল তাঁর পোস্টে ব্যাখ্যা করেছিলেন কীভাবে ওই অটো ড্রাইভার নিরাপদে তাঁর ব্যাগ মাত্র ১ হাজার তাকার বিনিময়ে নিজের কাছে জমা রেখেছিল।

মুম্বইয়ের ইউএস কনসুলেটে যাঁরা ভিসার আবেদন করতে যান, তাঁদের কনসুলেটের ভিতরে ব্যাগ নিয়ে ঢুকতে দেওয়া হয় না। আর ওই এলাকায় ব্যাগ রাখার জন্য কোনও লকার সার্ভিস না থাকায় আতান্তরে পড়েন সেই সব মানুষ। আর এখানেই ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন ওই অটো ড্রাইভার। রাহুল হিসাব কষে দেখিয়ে দিয়েছিলেন কীভাবে একটি ব্যাগ রাখতে মাত্র হাজার টাকা নিয়ে ওই অটো ড্রাইভার মাসে ৫ থেকে ৮ লক্ষ টাকা উপার্জন করেন।

এই খবর ভাইরাল হওয়ার পর পুলিশ ওই আটো ড্রাইভার সহ মোট ১৩ জনকে ডেকে পাঠায়। পুলিশের কাছে থাকা তথ্য অনুযায়ী তাঁরা সকলেই এই ধরণের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। সংবাদমাধ্যমকে পুলিশ জানিয়েছে এই কাজের ফলে ইউএস কনসুলেটের মতো জায়গায় সিকিউরিটি প্রোটোকল নিয়ে সমস্যা হচ্ছে।

পুলিশ আরও জানিয়েছে ওই এলাকায় লকার সার্ভিস দেওয়ার জন্য কোনও অটো ড্রাইভারকে কোনও পারমিশন দেওয়া হয়নি। এ ছাড়াও পুলিশ বলছে ঐ এলাকায় অচেনা, অজানা ব্যক্তির থেকে কোনও কিছু নিয়ে রেখে দেওয়ায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দেয়। ভবিষ্যতে ওই অটো ড্রাইভার যেন এমন কাজ আর না করেন, তা নিয়েও তাঁকে সতর্ক করেছে মুম্বই পুলিশ।