AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Armed Force-এর পাশে Anil Ambani-র Reliance Defence! আগামীতে বাড়বে শেয়ারের দাম?

Reliance Defence: মে মাসেই, অনিল অম্বানির এই সংস্থা জার্মানির আর এক প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থার সঙ্গে চুক্তি করেছে। সেই চুক্তি অনুযায়ী তারা সেনাবাহিনীর জন্য লার্জ ও মিডিয়াম ক্যালিবারের অ্যামুনেশন তৈরি করবে।

Indian Armed Force-এর পাশে Anil Ambani-র Reliance Defence! আগামীতে বাড়বে শেয়ারের দাম?
Follow Us:
| Updated on: Jun 12, 2025 | 9:57 AM

এবার ভারতীয় সৈন্যবাহিনীর জন্য উন্নততর টার্মিনালি গাইডেড মুনিশন (TGM) তৈরি করতে চলেছে রিলায়েন্স ডিফেন্স। আর এই নিয়ে তারা জার্মান সংস্থা ডিহেল ডিফেন্সের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। রিলায়েন্স ডিফেন্স বলছে, ডিহেল ডিফেন্সের সঙ্গে তাদের এই চুক্তি অনুযায়ী ভারতেই তৈরি হবে ভলক্যানো ১৫৫ মিমি প্রেসিশন গাইডেড মুনিশন সিস্টেম।

চুক্তি অনুযায়ী রিলায়েন্স ডিফেন্স মহারাষ্ট্রের রত্নগিরির ওয়াতাদ ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে উন্নততর প্রযুক্তি সমন্বিত গ্রিনফিল্ড অ্যাামোনেশন ও এক্সপ্লোসিভ প্রস্তুতকেন্দ্র তৈরি করবে।

মে মাসেই, অনিল অম্বানির এই সংস্থা জার্মানির আর এক প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থার সঙ্গে চুক্তি করেছে। সেই চুক্তি অনুযায়ী তারা সেনাবাহিনীর জন্য লার্জ ও মিডিয়াম ক্যালিবারের অ্যামুনেশন তৈরি করবে। আর তার জন্য রত্নগিরিতেই ৫ হাজার কোটি টাকা ব্যয়ে কারখানা তৈরি করা হবে।

রিলায়েন্স ইন্ডাস্টি আশা করছে আগামী ১৮ মাসের মধ্যেই তারা এখানে উৎপাদন শুরু করতে পারবে। সংস্থাটি বিনিয়োগের ৩০ শতাংশ ইক্যুইটির মাধ্যমে ও বাকি ৭০ শতাংশ ঋণের মাধ্যমে পূরণ করবে বলে মনে করছে। সূত্র বলছে, সংস্থার ভিতর থেকেই অর্থ সংগ্রহের মাধ্যমেই সম্পূর্ণ ইক্যুইটির চাহিদা পূরণ হয়ে যাবে।

উল্লেখ্য, রিলায়েন্স ডিফেন্সের প্যারেন্ট সংস্থা হল রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার। আর এত চুক্তির মধ্যে আশা করা হচ্ছে এই সংস্থার শেয়ার দামও হবে ঊর্ধ্বমূখী।

কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।