India Apple Production: ট্রাম্পের শুল্কযুদ্ধে ‘আপেল’ খাবে ভারত! তাকিয়ে দেখবে চিন…
India Apple Production: আমেরিকার বাজারের জন্য সমস্ত আইফোন এবার থেকে ভারতেই তৈরি করতে চলেছে অ্যাপেল। এতদিন পর্যন্ত এই ফোনগুলির বেশির ভাগ ইউনিট চিনেই তৈরি করত তারা।

নয়াদিল্লি: শুল্কযুদ্ধকে কেন্দ্র করে ‘বিষিয়েছে’ চিন-আমেরিকার সম্পর্ক। বিশেষজ্ঞরা আগেই জানিয়েছিলেন, এই সময়কালটা ভারতের জন্য খানিক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও, আখেড়ে বাণিজ্যিক লাভ এই দেশেরই হবে। এবার সেই অনুমানেই সিলমোহর দিতে চলেছে মোবাইল-ল্যাপটপ নির্মাণকারী সংস্থা অ্যাপেল।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন সূত্রে খবর, আমেরিকার বাজারের জন্য সমস্ত আইফোন এবার থেকে ভারতেই তৈরি করতে চলেছে তারা। এতদিন পর্যন্ত এই ফোনগুলির বেশির ভাগ ইউনিট চিনেই তৈরি করত সংস্থা। কিন্তু ট্রাম্পের শুল্কযুদ্ধ ঘোষণার পর সেই কাজে ‘বাঁধ’ পড়েছে বললেই চলে। চিন হয়ে যদি আমেরিকায় আইফোন পাঠাতে হয় তাহলে সেক্ষেত্রে তাদের ১৪৫ শতাংশ ট্যারিফ গুনতে হবে। যা ভারতের ক্ষেত্রে মাত্র ২৫ শতাংশ। সুতরাং, সস্তায় আইফোন তৈরির ক্ষেত্রে তাদের নতুন ভরসা ভারতের বাজারই।
গত কয়েক বছর ধরেই ভারতে টাটা ইলেকট্রনিকস ও ফোক্সকনের সহায়তায় আইফোন তৈরির কাজ করছিল অ্যাপেল। সেই প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, এবার সেই নির্মাণ কাজেই বাড়তি অক্সিজেন জোগাতে চলেছে তারা। ফলত বাড়বে বিনিয়োগ। বাড়তি লাভের মুখ দেখবে ভারত। এমনকি, ২০২৬ সালের মধ্যে ভারতে আমেরিকার বাজারের জন্য ৬ কোটি ইউনিট আইফোন তৈরি করতে চলেছে তারা। যার জেরে চিনকে পেরিয়ে বিশ্ব বাজারে নতুন আইফোন-নির্মাণকারী দেশ হিসাবে উঠে আসবে ভারতের নাম।
প্রসঙ্গত, চলতি মাসেই ভারতকে শুল্কনীতি থেকে ৯০ দিনের রেহাই দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভারত-সহ আরও অন্য সকল দেশ এই ছাড় পেলেও, তা পায়নি চিন। উল্টে তাদের উপর ট্যারিফের পরিমাণ বাড়িয়ে ১৪৫ শতাংশে পৌঁছে দিয়েছেন ট্রাম্প। পাল্টা চুপ থাকেনি শি জিনপিংয়ের সরকারও। আমেরিকার উপর তারা চাপিয়েছে ১২৫ শতাংশ শুল্কের বোঝা। যার জেরে একেবারে ‘ঝাঁপ বন্ধ হয়েছে’ দুই দেশের বাণিজ্যের।

