AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Share Market: যেন কালবৈশাখি, একদিনের তুফানেই রকেট রেকর্ড দালাল স্ট্রিটে

Share Market: সপ্তাহের শেষ ব্যবসায়িক দিনে, BSE সেনসেক্স সূচক ৮৪৭.২৭ পয়েন্ট বা ১.১৮ শতাংশ বৃদ্ধি সঙ্গে ৭২,৫৬৮.৪৫ পয়েন্টে বন্ধ হয়েছে। NSE নিফটি সূচক ২৪৭.৩৫ পয়েন্ট বা ১.১৪ শতাংশ বৃদ্ধির সঙ্গে ২১, ৮৯৪.৫৫ পয়েন্টে বন্ধ হয়েছে।

Share Market: যেন কালবৈশাখি, একদিনের তুফানেই রকেট রেকর্ড দালাল স্ট্রিটে
প্রতীকী ছবি Image Credit: Facebook
| Updated on: Jan 12, 2024 | 4:37 PM
Share

কলকাতা: ঝড়ের পূর্বাভাস মিলছিল সকালে ওপেনিং বেলের পরেই। বেলা যত গড়িয়েছে ততই ঝড়ের গতিতে বাড়তে দেখা গিয়েছে একাধিক সংস্থার শেয়ার। নতুন বছরের শুরুতেই ফের রেকর্ড সেনসেক্সের। বড় রেকর্ড গড়ল নিফটিও। পুরনো সব রেকর্ড ভেঙে এদিন ৭২,৭২০.৯৬ পয়েন্ট ছুঁয়ে ফেলেছে সেনসেক্স। সেখানে নিফটি পার ছুঁতে চলেছে ২২ হাজার পয়েন্টের গণ্ডি। তাতেই খুশির জোয়ার বিনিয়োগকারীদের মধ্যে। শুক্রবারের ট্রেডিং সেশনে সবথেকে ভাল পারফর্ম করতে দেখা গিয়েছে তথ্য প্রযুক্তি সংস্থার শেয়ারগুলি। ভাল ফল করেছে ব্যাঙ্কিং সেক্টরের শেয়ারগুলিও।

সপ্তাহের শেষ ব্যবসায়িক দিনে, BSE সেনসেক্স সূচক ৮৪৭.২৭ পয়েন্ট বা ১.১৮ শতাংশ বৃদ্ধি সঙ্গে ৭২,৫৬৮.৪৫ পয়েন্টে বন্ধ হয়েছে। NSE নিফটি সূচক ২৪৭.৩৫ পয়েন্ট বা ১.১৪ শতাংশ বৃদ্ধির সঙ্গে ২১, ৮৯৪.৫৫ পয়েন্টে বন্ধ হয়েছে। দিনের বিচারে সবথেকে ভাল রিটার্ন দিয়েছে ইনফোসিসের শেয়ার। শুধু এদিনই বেড়েছে ১২০.৮০ টাকা। নতুন দাম দাঁড়িয়েছে ১৬১৫ টাকা। 

অন্যদিকে তথ্য প্রযুক্তি ক্ষেত্রের আরও এক সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস শেয়ার প্রায় ৪ শতাংশ বেড়ে গিয়েছে। শুধুমাত্র এদিন টিসিএসের শেয়ার দর ১৪৬ টাকার বেশি বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ৩ হাজার ৮৮১ টাকা। অন্যদিকে ব্যাঙ্কিং সেক্টরের স্টকগুলিও এদিন দুর্দান্ত ভাল রিটার্ন দিয়েছে। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, সব ব্যাঙ্কের শেয়ার দরই হু হু করে বাড়তে দেখা গিয়েছে। 

বিঃ দ্রঃ – শেয়ার বাজারের বিনিয়োগ সর্বদাই ঝুঁকিুপূর্ণ। এখানে বিনিয়োগের কোনও নির্দিষ্ট ফর্মূলা নেই। তাই এখানে বিনিয়োগ নিজের দায়িত্বে করা উচিত।