AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

World Whiskies Awards 2025: বাকার্ডির বিশ্বজয়! হুইস্কিতে ভারতের স্বাদ যোগ করে সংস্থার মাথায় সোনার মুকুট

World Whiskies Awards 2025: LEGACY শুধুমাত্র একটি হুইস্কি নয়, এটি ভারতীয় ভারতীয় কারুশিল্পের উদযাপন—একটি সমৃদ্ধ ও বহুস্তরবিশিষ্ট অভিব্যক্তি, যা চিরন্তন ঐতিহ্যকে আধুনিক পরিশীলতার সঙ্গে যুক্ত করে। ভারতের কালজয়ী ঐতিহ্যের সঙ্গে আধুনিক রুচিশীলতার সেতুবন্ধন করে।

World Whiskies Awards 2025: বাকার্ডির বিশ্বজয়! হুইস্কিতে ভারতের স্বাদ যোগ করে সংস্থার মাথায় সোনার মুকুট
Follow Us:
| Updated on: Jun 22, 2025 | 4:18 PM

নয়াদিল্লি: উত্তরাধিকার। হুইস্কি তৈরিতে ভারতের ছোঁয়া। বাকার্ডি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের লেগাসি প্রিমিয়াম ইন্ডিয়ান হুইস্কি আন্তর্জাতিক মঞ্চে পুরস্কৃত হল। ওয়ার্ল্ড হুইস্কিস অ্যাওয়ার্ডস ২০২৫-র ব্লেন্ডেড হুইস্কি ক্যাটেগরিতে স্বর্ণ পদক পেল। একইসঙ্গে এশিয়া স্পিরিটস মাস্টার্স ২০২৫ বিভাগে পেল রৌপ পদক।

লেগাসি প্রিমিয়াম ব্লেন্ডেড হুইস্কি ভারতীয় শস্য এবং স্কটিশ ও ভারতীয় মল্টের এক অনন্য মিশ্রণ। হুইস্কি তৈরিতে টোস্টেড ওক ব্যবহার করা হয়। ওক ব্যারেলকে তুলনামূলক কম তাপে দীর্ঘ সময় ধরে উত্তপ্ত করা হয়। এর ফলে হুইস্কিতে ক্যারামেল এবং ফলের মতো মিষ্টি স্বাদ যুক্ত হয়। ‘স্মোকি’ স্বাদও পাওয়া যায় এই পানীয় থেকে। এর পানীয়ের মধ্যে ভারতীয়ত্বের আঘ্রাণ ভরপুর। বাজারে আসার পর থেকেই গ্রাহকদের মন জয় করেছে লেগাসি হুইস্কি। সুরাপ্রেমীদের পছন্দের তালিকায় রয়েছে শীর্ষে।

LEGACY শুধুমাত্র একটি হুইস্কি নয়, এটি ভারতীয় কারুশিল্পের উদযাপন—একটি সমৃদ্ধ ও বহুস্তরবিশিষ্ট অভিব্যক্তি, যা চিরন্তন ঐতিহ্যকে আধুনিক পরিশীলতার সঙ্গে যুক্ত করে। ভারতের কালজয়ী ঐতিহ্যের সঙ্গে আধুনিক রুচিশীলতার সেতুবন্ধন করে। আন্তর্জাতিক এই স্বীকৃতি লেগাসির অনন্য বৈশিষ্ট্যকে শুধু মান্যতাই দিল না, প্রিমিয়াম সেগমেন্টে উদীয়মান তারকা হিসেবে লেগাসির স্থান সুনিশ্চিত করল। ভারতের হুইস্কির বাজারে আরও মজবুত হল বাকার্ডির স্থান।

LEGACY বর্তমানে তিনটি ভ্যারিয়েন্টে (৭৫০ml, ৩৭৫ml, এবং ১৮০ml) পাওয়া যাচ্ছে। হরিয়ানা, পঞ্জাব, উত্তরপ্রদেশ, রাজস্থান, ঝাড়খণ্ড, মেঘালয়, অসম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ, ওড়িশা, মহারাষ্ট্র, তেলঙ্গানা, কেরালা, পন্ডিচেরি ও গোয়া-র মতো গুরুত্বপূর্ণ বাজারে সহজ লভ্য এই হুইস্কি। এতগুলি রাজ্যে সংস্থাটির পণ্যের এই লভ্যতা থেকেই বোঝা যায় বিশ্বব্যাপী তাদের শীর্ষ অগ্রাধিকারের বাজারগুলির মধ্যে ভারত অন্যতম।