AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Liquor Price Hike: সুরা প্রেমীদের জন্য খারাপ খবর, মদের দাম বাড়তেই হুড়মুড়িয়ে পড়ল শেয়ারের দাম!

Liquor Price Hike: ভারতে তৈরি বিদেশি মদ প্রস্তুত করতে সরকার নির্ধারিত যে খরচ, তার উপর এতদিন ৩ গুণ কর নিত সরকার। আর এবার সেই করের হার বাড়িয়ে সাড়ে ৪ গুণ করতে চলেছে মহারাষ্ট্র সরকার।

Liquor Price Hike: সুরা প্রেমীদের জন্য খারাপ খবর, মদের দাম বাড়তেই হুড়মুড়িয়ে পড়ল শেয়ারের দাম!
Image Credit source: Getty Images
Follow Us:
| Updated on: Jun 11, 2025 | 12:54 PM

সরকারি সিদ্ধান্ত, রাজ্য মন্ত্রিসভার অনুমতিক্রমে কর বাড়তে চলেছে ভারতে তৈরি বিদেশি মদে। আর এই খবর সামনে আসার পরই ক্ষতি হয়েছে মদ প্রস্তুতকারক সংস্থাগুলোর শেয়ারের দামে। ১১ জুন বাজার খোলার পরই হুড়মুড়িয়ে পড়েছে অ্যালাইড ব্লেন্ডার্স অ্যান্ড ডিস্টিলারস থেকে ইউনাইটেড স্পিরিটসের শেয়ারের দাম। এদিন বাজার খোলার পরই প্রায় ৫ শতাংশ করে পড়ে যায় অ্যালাইড ব্লেন্ডার্স অ্যান্ড ডিস্টিলারস থেকে ইউনাইটেড স্পিরিটস, র‍্যাডিকো খইতান ও তিলকনগর ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম।

ভারতে তৈরি বিদেশি মদ প্রস্তুত করতে সরকার নির্ধারিত যে খরচ, তার উপর এতদিন ৩ গুণ কর নিত সরকার। আর এবার সেই করের হার বাড়িয়ে সাড়ে ৪ গুণ করতে চলেছে মহারাষ্ট্র সরকার। এ ছাড়াও সে রাজ্যে কর বাড়তে চলেছে দেশি মদের উপরও। এতদিন দেশি মদে লিটার প্রতি ১৮০ টাকা কর নিত মহারাষ্ট্র, এবার সেই করের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে লিটার প্রতি ২০৫ টাকা।

মনে করা হচ্ছে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প চালাতে গিয়ে সরকারের হাতে টাকা পয়সা নিয়ে টানাটানি হয়েছে। আর সেই কারণেই মদের দাম বাড়ানোর বিষয়ে প্রস্তাব এসেছে সে রাজ্যের মন্ত্রিসভার কাছে। আর এর মধ্যে একটা নয়া ক্যাটেগরি চালু করেছে মহারাষ্ট্র সরকার। মহারাষ্ট্রে তৈরি মদ বা Maharashtra-Made Liquor (MML)। যা আসলে ভুট্টা, বার্লি বা গম থেকে তৈরি করা হবে। আর এভাবে স্থানীয় মদ প্রস্তুতকারকদের প্রাধান্য দিচ্ছে দেবেন্দ্র ফড়ণবীশের সরকার।

মহারাষ্ট্রে ১৮০ মিলিলিটার দেশি মদের দাম ৭০ টাকা থেকে বেড়ে হয়েছে ৮০ টাকা। অন্যদিকে, যে বিদেশি মদের আগে দাম ছিল ১১০ থেকে ১১৫ টাকা তা এবার পাওয়া যাবে ২০৫ টাকায়। আর প্রিমিয়াম বিদেশি মদের দাম এক লাফে ১৫০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৩৬০ টাকায়। উল্লেখ্য, ২০১১ সালের পর এই প্রথম মদের উপর কর বাড়াতে চলেছে মহারাষ্ট্র সরকার।