ব্যাঙ্ক কি আপনার অ্যাকাউন্ট থেকে ৪৫৬ টাকা কেটে নিয়েছে? ৪ লক্ষ টাকা পাবে আপনার পরিবার…
Bank Account: আসলে সরকার বেশ কিছু বিমা চালু করেছে দেশের সাধারণ মানুষের জন্য। এর মধ্যে ২টো হল প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা (PMJJBY) ও প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা (PMSBY)।

আপনার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে নিশ্চয়? আচ্ছা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সম্প্রতি ৪৩৬ টাকা ও ২০ টাকা অর্থাৎ, মোট ৪৫৬ টাকা কেটে নিয়েছে? আপনি কি জানেন কেন এই টাকা কেটেছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে?
আসলে সরকার বেশ কিছু বিমা চালু করেছে দেশের সাধারণ মানুষের জন্য। এর মধ্যে ২টো হল প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা (PMJJBY) ও প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা (PMSBY)।
প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা (PMSBY) আসলে একটি দুর্ঘটনা বিমা। এর এক বছরের প্রিমিয়াম হল ২০ টাকা। আর এই বিমা যদি কারও করানো থাকে তাহলে কোনও দুর্ঘটনায় সেই ব্যক্তির মৃত্যু হলে ওই ব্যক্তির পরিবার ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসাবে পাবে।
অন্যদিকে, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা (PMJJBY) হল এক ধরণেই টার্ম ইন্সিওরেন্স। যার প্রিমিয়াম ৪৩৬ টাকা। ১৮ থেকে ৫০ বছর বয়সী যে কোনও ব্যক্তি এই বিমার সুবিধা নিতে পারেন। টার্ম ইন্সিওরেন্স অর্থাৎ, বিমাকৃত ব্যক্তির যদি কোনও কারণে মৃত্যু ঘটে তাহলে ওই ব্যক্তির পরিবার ক্ষতিপূরণ হিসাবে ২ লক্ষ টাকা পাবে।
ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা যে কোনও ব্যক্তিই এই দুই বিমার সুবিধা নিতে পারেন। সেক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অটো ডেবিট অন করে দিতে হয়। এই দুই বিমা যদি চালু থাকে তাহলে ব্যাঙ্কে গিয়ে অবশ্যই এই বিমার সার্টিফিকেট নিতে ভুলবেন না। তবে কেউ যদি এই বিমা বন্ধ করতে চান তাহলে ব্যাঙ্কে গিয়ে একবার অ্যাকাউন্টের অটো ডেবিট বন্ধ করে দিলেই হল। আর আপনার ব্যাঙ্ক থেকে ৪৫৬ টাকা করে কাটবে না।
