AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BOI Interest Rates: বিশেষ স্কিম নিয়ে আসল BOI, লাভবান হবেন সিনিয়র সিটিজ়েনরা

Bank of India Special Deposits Scheme: 'শুভ আরম্ভ ডিপোজিট'-র ঘোষণা করল এই সরকারি ব্যাঙ্ক, ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ৫০১ দিনের এই এফডিতে অতিরিক্ত হারে সুদ পাবে সিনিয়র সিটিজ়েন ও সুপার সিনিয়র সিটিজ়েনরা।

BOI Interest Rates: বিশেষ স্কিম নিয়ে আসল BOI, লাভবান হবেন সিনিয়র সিটিজ়েনরা
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Apr 29, 2023 | 7:29 PM
Share

দেশের অন্যতম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক হল ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Bank Of India)। নিজেদের গ্রাহকদের জন্য স্থায়ী আমানতে আকর্ষণীয় হারে সুদ দিয়ে থাকে এই ব্যাঙ্ক। আর বর্ষীয়ান নাগরিকদের জন্য রয়েছে অতিরিক্ত সুদ। এই আবহে বর্ষীয়ান নাগরিকদের জন্য বিশেষ টার্ম ডিপোজিট স্কিমের ঘোষণা করল BOI। ‘শুভ আরম্ভ ডিপোজিট’-র ঘোষণা করল এই সরকারি ব্যাঙ্ক। সিনিয়র ও সুপার সিনিয়ররা এই স্কিমের সুবিধা পাবেন।

এই স্কিমের আওতায় সিনিয়ার সিটিজ়েনরা অতিরিক্ত ০.৫০ শতাংশ হারে সুদ এবং সুপার সিনিয়র সিটিজ়েনরা অতিরিক্ত ০.৬৫ শতাংশ হারে সুদ পাবেন। আর এই নয়া ডিপোজিট স্কিম কার্যকর হবে ২০২৩ সালের ১ এপ্রিল থেকে।

শুভ আরম্ভ ডিপোজিট:

৫০১ দিনের স্থায়ী আমানত হল শুভ আরম্ভ ডিপোজিট স্কিম। এই স্কিমে উচ্চহারে সুদ পাবেন সিনিয়র ও সুপার সিনিয়র সিটিজ়েনরা। সর্বোচ্চ ৭.৮০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন সুপার সিনিয়র সিটিজ়েনরা। আর ৬০ বছর থেকে ৮০ বছর বয়সী সিনিয়র সিটিজ়েনরা শুভ আরম্ভ এফডি স্কিমে ৭.৬৫ শতাংশ হারে সুদ পাবেন। আর সাধারণ নাগরিকরা ৫০১ দিনের এফডিতে ৭.১৫ শতাংশ হারে সুদ পাবেন।