Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Howrah Bullet Train: মাত্র দু ঘণ্টায় কলকাতা থেকে কাশী, বুলেট ট্রেনে চেপে এবার বিশ্বনাথ দর্শন করবে বাঙালি!

Howrah to Varanasi: জানা গিয়েছে, ৭৬০ কিলোমিটার লম্বা এই প্রস্তাবিত বুলেট ট্রেন দেশের একাধিক বড় শহরের উপর দিয়ে যাবে। আর সেই রুট চালু হলে বাঙালির কাশীধাম দর্শনে যাওয়ার সময় কমে দাঁড়াবে মাত্র ২ ঘণ্টা।

Howrah Bullet Train: মাত্র দু ঘণ্টায় কলকাতা থেকে কাশী, বুলেট ট্রেনে চেপে এবার বিশ্বনাথ দর্শন করবে বাঙালি!
Follow Us:
| Updated on: Apr 06, 2025 | 6:30 PM

পৃথিবীর অন্যতম বৃহৎ রেল নেটওয়ার্ক রয়েছে আমাদের দেশে। সেই ট্র্যাকে ইতিমধ্যেই বন্দে-ভারতের মতো সেমি হাইস্পিড ট্রেন চলে। আর তার সঙ্গে মুম্বই-আমেদাবাদ রুটে বুলেট ট্রেন চালানোর প্রজেক্টও হাতে নিয়েছে কেন্দ্র। আর এর সঙ্গেই এবার ভেসে উঠেছে আরও একটি রুটে বুলেট ট্রেন চালানোর নতুন স্বপ্নের কথা। আর সেই রুট চালু হলে বাঙালির কাশীধাম দর্শনে যাওয়ার সময় কমে দাঁড়াবে মাত্র ২ ঘণ্টা।

জানা গিয়েছে, ৭৬০ কিলোমিটার লম্বা এই প্রস্তাবিত বুলেট ট্রেন দেশের একাধিক বড় শহরের উপর দিয়ে যাবে। এর মধ্যে থাকবে বক্সার, পাটনা, গয়া, ধানবাদ, আসানসোল, দুর্গাপুর ও বর্ধমান। এর মধ্যে বিহারে ২৬০ কিলোমিটার ট্র্যাক থাকবে মাটির উপর দিয়ে।

তথ্য বলছে, এই প্রজেক্ট এখন ডিটেলড প্রজেক্ট রিপোর্টের স্টেজে রয়েছে। এই লাইন পাতার জন্য কতটা জমি প্রয়োজন তা দেখা ও রুট শেষপর্যন্ত কী হচ্ছে, সেদিকেই নজর রয়েছে। এই রুট তৈরি হলে বেনারস ও হাওড়ার মধ্যে যোগাযোগের সময় অনেকটাই কমে যাবে।

বেনারস-হাওড়া বুলেট ট্রেন সর্বোচ্চ গতি হতে চলেছে ৩৫০ কিলোমিটার। আর এর ফলে ৭৬০ কিলোমিটার যেতে সময় লাগার কথা ২ ঘণ্টার কিছুটা বেশি। যদিও কিছু রিপোর্ট বলছে ওই দূরত্ব যেতে সময় লাগবে সাড়ে ৩ ঘন্টার মতো।

এই রুটের একটা বড় অংশ ব্রিজ তৈরি করে তার উপর দিয়ে যাবে। জানা গিয়েছে, বক্সার, পাটনা, গয়া, আসানসোল, ধানবাদ, দুর্গাপুর ও হাওড়ার স্টেশন হবে মাটি থেকে উঁচুতে। রিপোর্ট বলছে, এই রুটের জন্য ইতিমধ্যে বিহারে সার্ভের কাজ শেষ হয়ে গিয়েছে ও সেখানে জমি অধিগ্রহণও শুরু হয়ে গিয়েছে। শুধুমাত্র রেলের একটা গ্রিন সিগন্যাল দিলেই নাকি শুরু হবে কনস্ট্রাকসনের কাজ।