Elon Musk-এর Starlink-এর সঙ্গে গাঁটছড়া, এবার কি চড়চড়িয়ে দাম বাড়বে Airtel-এর শেয়ারের?
Airtel Share Price: এই চুক্তির খবর প্রকাশ্যে আসার পর শেয়ারবাজারে বিনিয়োগকারী থেকে ট্রেডার, সকলের নজর ঘুরে গিয়েছে এয়ারটেলের শেয়ারের দামের দিকে।

ভারতে দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য এয়ারটেলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ইলন মাস্কের সংস্থা স্টারলিঙ্ক। বিশেষজ্ঞরা বলছেন, স্টারলিঙ্কের ইন্টারনেট পরিষেবা ফাইভ জি পরিষেবার তুলনায় অন্তত ১৫ গুণ বেশি। আর এই খবর সামনে আসার পরই ভারতের ইন্টারনেট যুদ্ধে কিছুটা হলেও এগিয়ে গেল ভারতী এয়ারটেল।
প্রসঙ্গত, বিনা পয়সায় ফোর জি পরিষেবা দিয়ে ভারতের বাজারে ইন্টারনেট বিপ্লব এনেছিল মুকেশ অম্বানির রিলায়েন্স জিও। আর বর্তমানে ভারতের মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড বাজারে আধিপত্য বিস্তার করেছে জিও। এয়ারটেলের সঙ্গে স্টারলিঙ্কের চুক্ত সেই আধিপত্যেই থাবা বসাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
এই চুক্তির খবর প্রকাশ্যে আসার পর শেয়ারবাজারে বিনিয়োগকারী থেকে ট্রেডার, সকলের নজর ঘুরে গিয়েছে এয়ারটেলের শেয়ারের দামের দিকে। ১১ মার্চ বাজার বন্ধের সময় ভারতী এয়ারটেলের শেয়ারের দাম ছিল ১ হাজার ৬৬৪ টাকা। এদিন ২ শতাংশের একটু বেশি উঠেছিল এই শেয়ারের দাম। তবে এই সামান্য বৃদ্ধি আগামিদিনের জন্য পূর্বাভাস ছিল, মনে করছে একাধিক সংবাদ সংস্থা।
উল্লেখ্য, তৃতীয় ত্রৈমাসিকের ফলাফলে দেখা গিয়েছে ভারতের অনেক সংস্থাই লাভের মুখ দেখেনি। এমনকি অনেক সংস্থার রেভেনিউও কমে গিয়েছিল। কিন্তু সেখানেই অনন্য ভারতী এয়ারটেল। তৃতীয় ত্রৈমাসিকে তাদের রেভেনিউ সেভাবে না বাড়লেও যাদু দেখিয়েছে সংস্থার লাভের অঙ্ক। দ্বিতীয় ত্রৈমাসিকের তুলনায় লাভ বেড়ে হয়েছে প্রায় ৪ গুণ। আর এবার সেই সংস্থার সঙ্গেই গাঁটছড়া বাঁধল স্টারলিঙ্ক। ফলে তার ইতিবাচক প্রভাব যে সংস্থার শেয়ারের দামে পড়বে, সে কথা তো বলাই বাহুল্য।
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।





