
আজ পেশ হল কেন্দ্রীয় বাজেট। তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট বলা চলে এটিকে, কারণ ২০২৪ সালে লোকসভা নির্বাচন থাকায় অন্তর্বর্তী বাজেট পেশ করা হয়েছিল। বাজেট ঘোষণার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে এটি সাধারণ মানুষের বাজেট। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও মধ্যবিত্ত মানুষের জন্য একাধিক ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন। আয়করের স্ল্যাবে বিরাট পরিবর্তন করা হয়েছে। এবার থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কোনও কর দিতে হবে না। এই ঘোষণায় মধ্যবিত্ত স্বস্তি পেয়েছেন বলেই দাবি অর্থনীতিবিদদের। তবে এই মধ্যবিত্ত কারা? এই উত্তরেরই খোঁজ রইল প্রতিবেদনে। মধ্যবিত্ত কারা, কত টাকা আয় হলে কোনও ব্যক্তিকে মধ্যবিত্ত বলে গণ্য করা হয়, এর কোনও নির্দিষ্ট সংজ্ঞা নেই। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের আয় বদলেছে। সেই সঙ্গে বদলেছে মধ্যবিত্তের পরিচয়ও। এবারের বাজেট অধিবেশনের শুরু থেকেই কেন্দ্রীয় সরকার বিশেষ ফোকাসে রেখেছে মধ্যবিত্তদের। অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী...