e-Bike: অর্ধেকেরও কম দামেই শখ মিটবে বাইকের, বাজার ধরতে বড় চাল রতন টাটার
TATA Group: টাটা গ্রুপের সাইকেল কোম্পানি, স্ট্রাইডারের তরফে জানানো হয়েছে, তাদের মূল লক্ষ্যই হল পরিবেশ বান্ধব যাতায়াতের অপশন হিসাবে ই-বাইকের প্রচার। এই ই-বাইকে একদিকে যেমন বায়ুদূষণ হয় না, তেমনই আয়তন খুব বেশি না হওয়ায় যাতায়াতেও সুবিধা হয়।
নয়া দিল্লি: বাইক চড়ার শখ থাকে অনেকেরই, কিন্তু কেনার সামর্থ্য থাকে না। অনেকেই আবার সাইকেলে স্বচ্ছন্দ্য। এখন তো আবার সাইকেল-বাইকের বিশেষ ফারাকও নেই। বর্তমানে ই-স্কুটারের মতো ই-সাইকেলও পাওয়া যায়। এবার সাইকেলের বাজার ধরতেও ময়দানে নামল টাটা গোষ্ঠী। রতন টাটার সংস্থা বাজারে আনল দুটি নতুন ই-বাইক মডেল, ভোল্টিক এক্স ও ভোল্টিক গো। পুজোর মরশুমে আবার ১৬ শতাংশ ছাড়ও দেওয়া হচ্ছে।
টাটা গ্রুপের সাইকেল কোম্পানি, স্ট্রাইডারের তরফে জানানো হয়েছে, তাদের মূল লক্ষ্যই হল পরিবেশ বান্ধব যাতায়াতের অপশন হিসাবে ই-বাইকের প্রচার। এই ই-বাইকে একদিকে যেমন বায়ুদূষণ হয় না, তেমনই আয়তন খুব বেশি না হওয়ায় যাতায়াতেও সুবিধা হয়।
ই-বাইকের ফিচার্স-
- ৪৮ ভোল্টেজের এই ই-বাইক মাত্র ৩ ঘণ্টাতেই সম্পূর্ণ চার্জ হয়ে যায়। একবার চার্জ দিলে ৪০ কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন।
- এর আরও একটি বিশেষত্ব হল এর ব্যাটারি স্প্যাশ-প্রুফ। অর্থাৎ জল লাগলেও কোনও ক্ষতি হবে না।
- মাউন্টেন বাইক স্টাইলের ডিজাইন হওয়ায় শহরের রাস্তার পাশাপাশি ভাঙাচোরা রাস্তাতেও সাইকেল চালাতে কোনও অসুবিধা হবে না।
- ই-বাইকে রয়েছে ডুয়াল ডিস্ক ব্রেক। এছাড়া অটোমেটিক পাওয়ার কাট-অফ সুরক্ষা দেওয়া হয়েছে, যা অতিরিক্ত সুরক্ষা দেবে।
- দুই বছরের ওয়ারেন্টিও দেওয়া হবে ব্যাটারির উপরে।
ই-বাইসাইকেলের দাম-
স্ট্রাইডারের ইলেকট্রিক বাইসাইকেলের নতুন দুটি মডেল, ভোল্টিক এক্স ও ভোল্টিক গো-র দাম ধার্য করা হয়েছে যথাক্রমে ৩২ হাজার ৪৯৫ টাকা ও ৩১ হাজার ৪৯৫ টাকা।