
নয়া দিল্লি: নতুন বছরের শুরুটা হতে পারে বেশ ভাল। ২০২৫ সালে কমতে পারে আয়কর। সূত্রের খবর, সরকার আয়কর কমানোর পরিকল্পনা করছে। আসন্ন ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেটেই এই ঘোষণা হতে পারে।
সরকারি সূত্রে খবর, মধ্য়বিত্তদের স্বস্তি দিতে কেন্দ্রীয় সরকার আয়কর কমানোর পরিকল্পনা করছে। যাদের বার্ষিক আয় ১৫ লক্ষ টাকা, তাদের আয়করের উপরে ছাড় দেওয়া হতে পারে। ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি বাজেট পেশ। তার আগেই আয়কর কমানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
বর্তমানে যে আয়কর কাঠামো রয়েছে, তাতে ১৫ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের উপরে ৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত আয়কর বসে। সর্বোচ্চ আয়কর ৩০ শতাংশ। ৩ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও আয়কর দিতে হয় না। ৩ থেকে ৭ লক্ষ টাকা বার্ষিক আয় যাদের, তাদের ৫ শতাংশ আয়কর দিতে হয়। ৭ থেকে ১০ লক্ষ টাকা বার্ষিক আয় যাদের, তাদের ১০ শতাংশ করে আয়কর দিতে হয়। ১০ থেকে ১২ লক্ষ টাকা বার্ষিক আয়ে ১৫ শতাংশ আয়কর দিতে হয়। ১২ থেকে ১৫ লক্ষ টাকা বার্ষিক আয়ে ২০ শতাংশ এবং ১৫ লক্ষ টাকা বা তার উপরে বার্ষিক আয়ের ক্ষেত্রে ৩০ শতাংশ আয়কর দিতে হয়।
নতুন ও পুরনো- দুটি আয়কর কাঠামো রয়েছে। আয়করদাতারা তাদের মধ্যে যে কোনও একটি বেছে নিতে পারেন। পুরনো আয়কর কাঠামো একদিকে যেমন বাড়িভাড়া ও বিমায় ছাড় পাওয়া যায়, সেখানেই নতুন আয়কর কাঠামোয় করের হার সামান্য কম। বহু করদাতা এখনও পুরনো আয়কর কাঠামোতেই আয়কর দেন। যদি সরকার আয়কর কমায়, তবে আরও বহু মানুষ নতুন কর কাঠামো বেছে নেবে।
প্রসঙ্গত, মূল্যবৃদ্ধির চাপ ক্রমাগত বেড়েই চলেছে সাধারণ মানুষের উপরে, বিশেষ করে নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের উপরে। সরকারের উপরেও বিগত কয়েক বছর ধরেই চাপ আসছে আয়কর কমানোর দাবিতে। যদি সরকার আয়কর কমায়, তবে সাধারণ মানুষ এই সিদ্ধান্তে দারুণ খুশি হবে।