
আজ ১৫ এপ্রিল ৫০০ পয়েন্ট বেড়েছে দেশের বেঞ্চমার্ক সূচক নিফটি ৫০। ১,৫৭৭ পয়েন্ট বেড়েছে দেশের আর এক বেঞ্চমার্ক সূচক সেনসেক্স। এ ছাড়াও বেড়েছে দেশের আরও অনেক সূচক।
আজ চড়চড়িয়ে বেড়েছে বাজার। ১,৩৭৭ পয়েন্ট বেড়েছে নিফটি ব্যাংক। বিএসই ব্যাঙ্কেক্স বেড়েছে ১,৪৬৪ পয়েন্ট। ১,৯০০ পয়েন্ট বেড়েছে নিফটি নেক্সট ৫০। বিএসই স্মলক্যাপ বেড়েছে ১,৪৭১ পয়েন্ট।
ভারতের বাজার আজ যেমন ছুটেছে তেমনই আজ বেড়েছে বিদেশের একাধিক শেয়ারও। ২৮৫ পয়েন্ট বেড়েছে জাপানি সূচক নিক্কেই। ৪৮ পয়েন্ট বেড়েছে চিনা সূচক হ্যাংসেং।
আজ বাড়ল যারা:
আজ আপার সার্কিট হিট করেছে একাধিক সংস্থা। এর মধ্যে রয়েছে এমিমকো এলেকন, ইনভেস্টমেন্ট ট্রাস্ট অফ ইন্ডিয়া, ফিনো পেমেন্টস ব্যাঙ্ক, পন্ডি অক্সিডাইজ অ্যান্ড কেমিক্যালস ও আইনক্স গ্রিন এনার্জি সার্ভিসেস।
আজ পড়ল যারা:
বাজারের এই ভাল দিনেও পড়েছে বেশ কিছু সংস্থা। এর মধ্যে রয়েছে কোয়েস কর্প, রাজ টেলিভিশন নেটওয়ার্ক, আইসিডিএস লিমিটেড, স্টারটেক ফাইন্যান্স লিমিটেড, উমা এক্সপোর্টস।
বাজারের টুকরো খবর:
*১৫ এপ্রিল বাজার বন্ধের সময়ের তথ্য অনুযায়ী
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।