BSNL: ২৮০০০০০০০০ টাকা লাভ, কোনও Loss নেই, চমক দিল BSNL
BSNL Profit: গত বছর এই সময়েই বিএসএনএলের ক্ষতি হয়েছিল ৮৪৯ কোটি টাকার। সেখানেই এবার বিএসএনএল লাভ করল ২৮০ কোটি টাকা।

নয়া দিল্লি: ঘুরে দাঁড়াচ্ছে বিএসএনএল। ক্ষতি তো হলই না, বরং ব্যাপক লাভের মুখ দেখেছে সরকারি টেলিকম সংস্থা। ২০২৪-২০২৫ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে বিএসএনএলের লাভ হল ২৮০ কোটি টাকা। ১৮ বছরে এই প্রথম পরপর দুই ত্রৈমাসিকে কোনও ক্ষতি হল না বিএসএনএলের। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া নিজেই জানালেন এই কথা।
বিএসএনএলের লাভের হিসাব দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জানান, গত বছর এই সময়েই বিএসএনএলের ক্ষতি হয়েছিল ৮৪৯ কোটি টাকার। সেখানেই এবার বিএসএনএল লাভ করল ২৮০ কোটি টাকা। শুধুমাত্র ত্রৈমাসিক লাভই নয়, নেট প্রফিটেও ২০০৭ সালের পর দ্বিতীয়বার পরপর লাভ করল।
২০২৪-২৫ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে কর বাদ দিয়ে বিএসএনএলের লাভ হয়েছে ২৬২ কোটি টাকা। ২০২৩-২৪ সালে বিএসএনএলের মোট ক্ষতি হয়েছিল ৫৩৭০ কোটি টাকার কাছাকাছি। যা গত অর্থবর্ষে ৫৮ শতাংশ কমে ২২৪৭ কোটি টাকায় নেমে দাঁড়ায়।
২০২৫ অর্থবর্ষে বিএসএনএলের রাজস্ব ৭.৮ শতাংশ বেড়ে ২০ হাজার ৮৪১ কোটি টাকায় পৌঁছয়। ২০২৪ অর্থবর্ষে এর পরিমাণ ছিল ১৯ হাজার ৩৩০ কোটি টাকা। সামগ্রিক রাজস্বও ১০ শতাংশ বেড়ে ২৩ হাজার ৪০০ কোটি টাকায় পৌঁছেছে।
কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন, বিএসএনএলের ৪জি এখন চালু হয়ে গিয়েছে। টাওয়ার সিক্রোনাইজের কাজ চলছে। ইতিমধ্যে ৯৩ হাজার ৪৫০টি টাওয়ার বসানো হয়েছে। তিনি জানান, বিএসএনএল শুধুমাত্র পুনর্জীবিত হয়নি, বরং নতুন করে তৈরি করা হয়েছে। কোম্পানির অ্যাসেট মানিটাইজেশন ৭৭ শতাংশ বেড়ে ১১২০ কোটি টাকায় পৌঁছেছে।

