৩০ দিন ভ্যালিডিটি, ফ্রি কল-ইন্টারনেট, ৯৪ টাকাতেই এত কিছু দিচ্ছে BSNL! অবাক গ্রাহকরাও

BSNL Recharge: বিএসএনএলের এমন অনেক সাশ্রয়ী প্ল্যান রয়েছে, যেখানে ১০০ টাকারও কম দামে এক মাসের ভ্যালিডিটির রিচার্জের সুবিধা পাওয়া যায়। ভাবছেন, এত কম দাম, নিশ্চয়ই সমস্ত পরিষেবা পাওয়া যাবে না? তা কিন্তু একদমই নয়।

৩০ দিন ভ্যালিডিটি, ফ্রি কল-ইন্টারনেট, ৯৪ টাকাতেই এত কিছু দিচ্ছে BSNL! অবাক গ্রাহকরাও
ফাইল চিত্রImage Credit source: Twitter
Follow Us:
| Updated on: Jul 15, 2024 | 1:57 PM

নয়া দিল্লি:  জুলাই মাস থেকে বেড়েছে রিচার্জের খরচ। জিও, এয়ারটেল, ভোডাফোন-এয়ারটেল – প্রতিটি টেলিকম সংস্থাই রিচার্জের দাম বাড়িয়ে দিয়েছে। সেখানেই একমাত্র সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল রিচার্জের দাম বাড়ায়নি। তারা পুরনো হারেই রিচার্জের ট্যারিফ রেখেছে।

বিএসএনএলের এমন অনেক সাশ্রয়ী প্ল্যান রয়েছে, যেখানে ১০০ টাকারও কম দামে এক মাসের ভ্যালিডিটির রিচার্জের সুবিধা পাওয়া যায়। ভাবছেন, এত কম দাম, নিশ্চয়ই সমস্ত পরিষেবা পাওয়া যাবে না? তা কিন্তু একদমই নয়। ইন্টারনেট থেকে ফ্রি কলিং, যাবতীয় সুবিধাই পাওয়া যাবে।

রিচার্জ প্ল্যান-

বিএসএনএল-র ৯৪ টাকার একটি রিচার্জ প্ল্যান রয়েছে, যার ভ্যালিডিটি ৩০ দিন। এই রিচার্জ প্ল্যানে ৩ জিবি হাইস্পিড ইন্টারনেট পাওয়া যাবে। পাশাপাশি ২০০ মিনিটের লোকাল ও এসটিডি কলের সুবিধাও পাওয়া যায়।

বর্তমানে জিও বা এয়ারটেলের এমন কোনএ রিচার্জ প্ল্যান নেই, যাতে এত কম দামে, এত সুবিধা পাওয়া যায়।

ভোডাফোন-এয়ারটেলের ৯৫ টাকার একটি রিচার্জ প্ল্যান রয়েছে, যেখানে ৪ জিবি ডেটা পাওয়া যায়। তবে তার বৈধতা মাত্র ১৪ দিন।