নয়া দিল্লি: দিন কয়েক বাকি বাজেট পেশের। সাধারণ মানুষের মধ্যে প্রত্যাশাও বেড়ে চলেছে। বাজেটে যে ঘোষণাগুলির দিকে সাধারণ মানুষের নজর থাকে, তার মধ্য়ে অন্যতম হল রেল। যেহেতু দেশের একটা বড় সংখ্যক মানুষেরই নিত্যদিন বা দূরপাল্লায় যাতায়াতের ভরসা রেল, তাই বাজেটে রেল সংক্রান্ত ঘোষণা বিশেষ গুরুত্ব রাখে।
অতীতে আলাদাভাবে রেল বাজেট পেশ করা হলেও, বর্তমানে মূল বাজেটেরই অন্তর্গত থাকে এই বাজেট। এবারের বাজেটে সরকার রেলের উন্নয়ন নিয়ে বিশেষ কিছু ঘোষণা করতে পারে। এর মধ্যে অন্যতম হল বন্দে ভারতের কোচ।
আত্মপ্রকাশের পর থেকেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। সরকারও যাত্রীদের চাহিদা মাথায় রেখে বন্দে ভারতের সংখ্যা বাড়িয়েছে। আর বন্দে ভারতের জনপ্রিয়তার পরই দূরপাল্লার অন্যান্য ট্রেনগুলির কামরাগুলিকে বন্দে ভারতের কামরায় রূপান্তরিত করার দাবি জানানো হয়েছে। এ বছরের অন্তর্বর্তী বাজেটেও অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছিলেন ৪০ হাজার রেল কোচ পরিবর্তিত করে বন্দে ভারতের কোচে রূপান্তরিত করা হবে। এতে যাত্রীদের সুবিধা-স্বাচ্ছন্দ্য আরও বাড়বে।
এর পাশাপাশি যাত্রী সুরক্ষা নিশ্চিত করতেও সরকার বাজেটে বিশেষ কিছু ঘোষণা করতে পারে। জেনারেল কোচে ভিড় কমাতে এবং ট্রেন দুর্ঘটনা রুখতে সরকার বাজেটে কবচের মতো আধুনিক প্রযুক্তির ব্যবহারে জোর দিতে পারে। পাশাপাশি রেল নেটওয়ার্ক সম্প্রসারণেও জোর দেবে। রেলের সামগ্রিক উন্নতির জন্য রেলে বরাদ্দ বাড়ানো হতে পারে।
প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছিলেন যে রেল করিডর গঠনের প্রকল্প পাইপলাইনে রয়েছে।