Old Income Tax Regime: বাজেটে উল্লেখ নেই, পুরনো আয়কর কাঠামো কি তবে বাতিল হয়ে যাবে?

Budget 2024: কত টাকা পর্যন্ত আয়ে, কত আয়কর দিতে হবে, তা নিয়ে ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে পুরনো আয়কর পরিকাঠামোয় কোনও পরিবর্তন আনা হয়নি।

Old Income Tax Regime: বাজেটে উল্লেখ নেই, পুরনো আয়কর কাঠামো কি তবে বাতিল হয়ে যাবে?
সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। Image Credit source: PTI

|

Jul 23, 2024 | 5:04 PM

নয়া দিল্লি: এবারের বাজেটে বড় পরিবর্তম এসেছে আয়কর কাঠামোর স্ল্যাবে। কত টাকা পর্যন্ত আয়ে, কত আয়কর দিতে হবে, তা নিয়ে ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে পুরনো আয়কর পরিকাঠামোয় কোনও পরিবর্তন আনা হয়নি। সরকারের এই সিদ্ধান্তেই অনেকের মনে প্রশ্ন জেগেছে, তবে কি পুরনো আয়কর কাঠামো বাতিল হয়ে যাচ্ছে? বাজেট ঘোষণার পর এই বিষয়ে ব্যাখ্য়া দিলেন খোদ অর্থমন্ত্রী।

এদিন বাজেট পরবর্তী সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, পুরনো আয়কর কাঠামো বাতিল করে দেওয়া হবে কি না, তা নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

অর্থমন্ত্রী বলেন, “পুরনো আয়কর কাঠামো বাতিল হবে কি না, তা নিয়ে আমি সিদ্ধান্ত নিতে পারি না… আমি শুধু এইটুকুই বলতে পারি যে আমাদের লক্ষ্য হল কর পরিকাঠামোকে সহজ করা। এতে পুরনো আয়কর কাঠামো বাতিল করা হবে কি না, তা বলতে পারি না। পর্যালোচনার পরই সিদ্ধান্ত নেওয়া হবে।”

এ দিনের বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী জানান, স্টান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার টাকা থেকে ৭৫ হাজার টাকা করা হচ্ছে। আয়কর কাঠামোর স্ল্যাবেও পরিবর্তন করা হয়েছে।

নতুন আয়কর পরিকাঠামো-

  • ৩ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও আয়কর দিতে হবে না।
  • ৩ থেকে ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়- ৫ শতাংশ আয়কর দিতে হবে।
  • ৭ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত আয়- ১০ শতাংশ আয়কর দিতে হবে।
  • ১০ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়- ১৫ শতাংশ আয়কর দিতে হবে।
  • ১২ থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত আয়- ২০ শতাংশ আয়কর দিতে হবে।
  • ১৫ লক্ষ টাকার উপরে আয়- ৩০ শতাংশ আয়কর দিতে হবে।