Budget 2024: বাজেটের পর কি দাম বাড়ছে সিগারেট-মদের?

ঈপ্সা চ্যাটার্জী |

Jul 23, 2024 | 5:41 PM

Budget Announcement: বাজেট ঘোষণা হলেই অনেকের প্রথম প্রশ্নটাই থাকে, সিগারেটের দাম বাড়ল কি? কোনও পরিবর্তন হল মদের দামে?

Budget 2024: বাজেটের পর কি দাম বাড়ছে সিগারেট-মদের?
মদ-সিগারেটের দাম বাড়ল বাজেটে?
Image Credit source: Pixabay

Follow Us

নয়া দিল্লি: বাজেট ঘোষণা হলেই সাধারণ মানুষের মনে যে প্রশ্নটা সবার আগে জাগে, তা হল কোন পণ্যের দাম বাড়ল আর কোন পণ্যের দাম কমল? এই দাম বাড়া-কমার মধ্যেও অনেক প্রথম প্রশ্নটা থাকে, সিগারেটের (Cigarette) দাম বাড়ল কি? কোনও পরিবর্তন হল মদের (Liquor Price) দামে?

এবারের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তামাকজাত পণ্যের (Tobacco Product) উপরে করে কোনও পরিবর্তন আনেননি। এর ফলে আপাতত সিগারেটের দাম বাড়ছে না। 

একইভাবে আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটিতেও বিশেষ কোনও পরিবর্তনের ঘোষণা করেনি সরকার। ফলে মদের দামও বাড়ছে না বলেই জানা গিয়েছে। 

এদিকে, বাজেট ঘোষণার পরই দেশের সবথেকে বড় সিগারেট উৎপাদনকারী সংস্থা আইটিসি-র শেয়ার দর হু হু করে বেড়েছে। এক লাফে প্রায় ৫ শতাংশ বেড়েছে আইটিসির শেয়ার।

প্রসঙ্গত, গুডস অ্য়ান্ড সার্ভিস ট্য়াক্স কাউন্সিলের আওতায় তামাকজাত পণ্য পড়ে। তামাক পণ্যের উপরে জিএসটি বাড়লে, সিগারেট, বিড়ি ও অন্যান্য তামাকজাত পণ্যের দাম বাড়ে।

এর আগে ২০২৩ সালের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সিগারেটের উপরে ন্যাশনাল ক্যালামিটি কন্টিজেন্ট ডিউটি ১৬ শতাংশ বৃদ্ধি করেছিল।

Next Article