এবার চাল দিয়ে গাড়ি চালাবে ভারত, বড় ঘোষণা ফুড কর্পোরেশনের!
Food Corporation of India: জ্বালানির চাহিদা মেটানোর জন্য প্রচুর অপরিশোধিত পেট্রোলিয়াম আমদানি করে ভারত। আর, সেই আমদানি-নির্ভরশীলতা কমাতেই ইথানল তৈরিতে জোর দিচ্ছে কেন্দ্র।

ইতিমধ্যে দেশের বেশিরভাগ পেট্রোল পাম্পেই ই২০ পেট্রোল বিক্রি শুরু হয়ে গিয়েছে। ই২০ পেট্রোল, অর্থাৎ যে পেট্রোলে ২০ শতাংশ ইথানল মেশানো থাকে, তা সাধারণ পেট্রোলের তুলনায় অনেক কম দূষণ ঘটায়। আর এই ইথানল তৈরি করতে প্রয়োজন হয় চাল, আখ, ভুট্টার মতো ফসলে বর্জ্য।
দেশের অভ্যন্তরে জ্বালানির চাহিদা মেটানোর জন্য প্রচুর পরিমাণে অপরিশোধিত পেট্রোলিয়াম আমদানি করে ভারত। আর, সেই আমদানির উপর নির্ভরশীলতা কমাতেই ইথানল তৈরিতে জোর দিচ্ছে কেন্দ্র। ভারতে ইথানল সাধারণত আখের বর্জ্য ও ভুট্টা দিয়েই তৈরি হয়। তবে কিছু পরিমাণ চালও ব্যবহার করা হয়।
এই বছর ভারতে আখ উৎপাদন কমেছে। ফলে, কিছুটা হলেও চাপে পড়েছিল ভারতের ইথানল কর্মসূচি। কিন্তু এই বছর এখনও পর্যন্ত পরিবেশ খুব সুন্দর আছে, যা ধান চাষের পক্ষে উপযোগী। ফলে মনে করা হচ্ছে, এই বছর দেশে চালের উৎপাদন প্রচুর বেড়ে যাবে। আর সে দিকেই তাকিয়ে ইথানল তৈরির জন্য প্রায় ৫.২ মিলিয়ন মেট্রিক টন চাল বরাদ্দ করেছে।
ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া চাল বরাদ্দ করায় কিছুটা চাপ কমেছে ভুট্টা আমদানির উপর। আখের সরবরাহ কমে যাওয়ায় ইথানল তৈরির জন্য ভুট্টার উপর নির্ভর করেছিল কেন্দ্র। আর বর্তমানে ইথানল তৈরির জন্য চাল বরাদ্ধ হওয়ায় চাপ কমল ভুট্টার উপর থেকে ।
