AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Life Certificate: বাড়ি বসেই জমা দিতে পারবেন লাইফ সার্টিফিকেট, হাতে আর মাত্র ক’দিন সময়

Life Certificate: ডিপার্টমেন্ট অব পেনশন অ্যান্ড পেনশনারস ওয়েলফেয়ারের তরফে দেশজুড়ে ডিজিটাল লাইফ সার্টিফিকেট ক্যাম্পেন চালু করা হয়েছে। দেশজুড়ে ৮০০টি শহরে এই ক্যাম্পেন চলছে। ১ নভেম্বর থেকে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এই ক্যাম্পেন চলবে।

Life Certificate: বাড়ি বসেই জমা দিতে পারবেন লাইফ সার্টিফিকেট, হাতে আর মাত্র ক'দিন সময়
প্রতীকী চিত্র।Image Credit: Pixabay
| Updated on: Nov 14, 2024 | 1:21 PM
Share

নয়া দিল্লি: অবসর জীবনে আয় বলতে অনেকেরই ভরসা শুধু পেনশন। মাসিক এই পেনশনের উপরেই অনেকের জীবনযাপন নির্ভর করে। তবে পেনশন পাওয়ার জন্য প্রতি বছর লাইফ সার্টিফিকেট জমা দেওয়া বাধ্যতামূলক। বয়স্ক মানুষদের, বিশেষ করে যাদের নানা শারীরিক সমস্যা রয়েছে, তাদের পক্ষে লাইফ সার্টিফিকেট জমা দেওয়া কষ্টকর বিষয়। এবার এই সমস্যার সমাধানেও এগিয়ে এল সরকার। কেন্দ্রের তরফে এক বিশেষ উদ্যোগ নিয়েছে, যার অধীনে প্রথম দিনেই ১.৮ লক্ষেরও বেশি পেনশনভোগী ডিজিটাল লাইফ সার্টিফিকেট পেয়েছেন।

ডিপার্টমেন্ট অব পেনশন অ্যান্ড পেনশনারস ওয়েলফেয়ারের তরফে দেশজুড়ে ডিজিটাল লাইফ সার্টিফিকেট ক্যাম্পেন চালু করা হয়েছে। দেশজুড়ে ৮০০টি শহরে এই ক্যাম্পেন চলছে। ১ নভেম্বর থেকে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এই ক্যাম্পেন চলবে।

সরকারের এই ক্যাম্পেনে প্রথম দিনেই ১.৮১ লক্ষ প্রবীণ নাগরিক ডিজিটাল লাইফ সার্টিফিকেট পেয়েছেন। আগামী ৩০ নভেম্বরের মধ্যে লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে। যাদের মধ্যে ব্যাঙ্কে বা অন্য কোনও কেন্দ্রে গিয়ে লাইফ সার্টিফিকেট জমা দেওয়া সম্ভব নয়, তারা অনলাইনে লাইফ সার্টিফিকেট পেতে পারেন।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এই ক্যাম্পেনে ফেস অথেনটিকেশন টেকনোলজির উপরে বিশেষ জোর দেওয়া হবে।  এর জন্য ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক এবং ইউনিক আইডেন্টিফিকেশন অথারিটি অব ইন্ডিয়া প্রযুক্তিগতভাবে সহায়তা করবে।  এতে বাড়ি বসেই প্রবীণ নাগরিকরা অ্যান্ড্রয়েড ও আইওএস মোবাইলে ফেস অথেনটিকেশনের মাধ্যমে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন।