Income Tax: হাতে ২ দিনই সময়, আয়কর জমা না দিলে বড় জরিমানার মুখে পড়তে পারেন করদাতারা

ঈপ্সা চ্যাটার্জী |

Jul 29, 2024 | 11:47 AM

ITR Filing: প্রায় প্রতি বছরই জুলাই মাসের মাঝামাঝি বা শেষ ভাগে এসে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে আয়কর জমা দেওয়ার মেয়াদ বাড়ানো হয়। ফলে আয়করদাতারা, যারা শেষ মুহূর্তে এসে আয়কর জমা দিতে গিয়ে হিমশিম খান, তারাও হাতে অতিরিক্ত সময় পান।

Income Tax: হাতে ২ দিনই সময়, আয়কর জমা না দিলে বড় জরিমানার মুখে পড়তে পারেন করদাতারা
ফাইল চিত্র
Image Credit source: Pixabay

Follow Us

নয়া দিল্লি: এখনও আয়কর জমা দেননি? শেষ মুহূর্তের জন্য ফেলে রেখেছেন? বা ভাবছেন যে সরকার মেয়াদ বাড়াবেই, তাই হাতে অগাধ সময়। তবে কিন্তু খুব ভুল করছেন। আয়করদাতাদের ক্ষেত্রে এবার দুঃসংবাদ। এবারে সম্ভবত আয়কর জমা দেওয়ার মেয়াদ আর বাড়াবে না কেন্দ্রীয় সরকার। ৩১ জুলাই-ই শেষ তারিখ হতে চলেছে আয়কর জমা দেওয়ার।  অর্থাৎ আপনার হাতে আর মাত্র দুইদিন রয়েছে আয়কর জমা দেওয়ার জন্য।

প্রায় প্রতি বছরই জুলাই মাসের মাঝামাঝি বা শেষ ভাগে এসে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে আয়কর জমা দেওয়ার মেয়াদ বাড়ানো হয়। ফলে আয়করদাতারা, যারা শেষ মুহূর্তে এসে আয়কর জমা দিতে গিয়ে হিমশিম খান, তারাও হাতে অতিরিক্ত সময় পান। তবে এবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে আয়কর জমা দেওয়ার শেষ তারিখের মেয়াদ বাড়ানো নিয়ে কোনও ঘোষণা করা হয়নি। ফলে অনুমান করা হচ্ছে, এবার আর আয়কর জমা দেওয়ার শেষ তারিখের মেয়াদ বাড়ানো হবে না।

আয়কর বিভাগের তরফেও সম্প্রতি এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখা হয়েছে, “যদি এখনও আয়কর জমা না দিয়ে থাকেন, তবে অবশ্যই আইটিআর ফাইল করুন। ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য আয়কর জমা দেওয়ার শেষ তারিখ হল ৩১ জুলাই, ২০২৪।”

গত বছর প্রায় ৪ কোটি মানুষ আয়কর জমা দিয়েছিলেন ২৫ জুলাইয়ের মধ্যে। এ বছর ২২ জুলাইয়ের মধ্যেই সেই সংখ্যা পার করে গিয়েছে। এবার ৬.৭৭ কোটি মানুষ আয়কর জমা দিতে পারেন বলেই অনুমান। এর আগে ২০২২-২৩ অর্থবর্ষেও আয়কর জমা দেওয়ার শেষ তারিখের মেয়াদ বাড়ানো হয়নি।

৩১ জুলাইয়ের পর কি আয়কর জমা দেওয়া যায়?

আপনি চাইলে ৩১ জুলাইয়ের পরও আয়কর জমা দিতে পারেন, তবে এক্ষেত্রে লেট ফি দিতে হয়। এটিকে বিলেটেড রিটার্ন বলে। বিলেটেড রিটার্ন ফাইল করার শেষ তারিখ হল ৩১ ডিসেম্বর, ২০২৪।

Next Article