Infosys-র বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, মামলা করল Cognizant! কী হবে কর্মীদের?
Infosys-Cognizant: কগনিজেন্টের সাবসিডিয়ারি সংস্থা ট্রিজ়েটো ভারতীয় আইটি জায়ান্ট ইনফোসিসের বিরুদ্ধে সংস্থার সিক্রেট চুরির অভিযোগ এনেছে। কগনিজেন্টের বাণিজ্যিক গোপনীয় তথ্য চুরির অভিযোগ উঠছে। এই নিয়ে টেক্সাস ফেডেরাল কোর্টে মামলা দায়ের করা হয়েছে।
নয়া দিল্লি: ইনফোসিসের বিরুদ্ধে মামলা কগনিজেন্টের। ইনফোসিস সংস্থার বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ। যদিও ইনফোসিস অভিযোগ অস্বীকার করেছে। দুই তথ্য প্রযুক্তি সংস্থার মধ্যে এই আইনি লড়াইয়ে চিন্তা-আশঙ্কায় সংস্থার লাখো কর্মীরা। তাদের চাকরিটা থাকবে তো? এই প্রশ্নই ঘুরছে। আসলে বিষয়টি কী হয়েছে, জেনে নেওয়া যাক-
কগনিজেন্টের সাবসিডিয়ারি সংস্থা ট্রিজ়েটো ভারতীয় আইটি জায়ান্ট ইনফোসিসের বিরুদ্ধে সংস্থার সিক্রেট চুরির অভিযোগ এনেছে। কগনিজেন্টের বাণিজ্যিক গোপনীয় তথ্য চুরির অভিযোগ উঠছে। এই নিয়ে টেক্সাস ফেডেরাল কোর্টে মামলা দায়ের করা হয়েছে।
কগনিজেন্টের অভিযোগ, হেলথকেয়ার ইনসুরেন্স সফটওয়্যার সংক্রান্ত তথ্য ডেটাবেস থেকে চুরি করেছে ইনফোসিস। কগনিজেন্ট এই নিয়ে সংবাদমাধ্যমে মুখ না খুললেও, ইনফোসিস যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে। সংস্থার মুখপাত্র জানিয়েছেন, “ইনফোসিস এই মামলা সম্পর্কে অবগত। আমরা যাবতীয় অভিযোগ অস্বীকার করছি। আদালতে আমরাও লড়ব এবং নিজেদের বক্তব্য রাখব।”
কগনিজেন্টের অভিযোগ, ট্রিজ়েটো সংস্থা, যারা কগনিজেন্টের হেলথকেয়ার সিস্টেমের সফটওয়্যার তৈরি করে, ইনফোসিস সেই সফটওয়্যারের অপব্যবহার করেই নতুন একটি প্রোডাক্ট তৈরি করেছে যার নাম টেস্ট কেসেস ফর ফ্যাক্টস। ট্রিজ়েটোর তথ্য ব্যবহার করেই এই নতুন সিস্টেম তৈরি করেছে ইনফোসিস।
আরও অভিযোগ, ইনফোসিস এমন সফটওয়্যার তৈরি করেছে যা কিউএনএক্সটি থেকে তথ্য নিয়েছে। এখানে কগনিজেন্টের গোপনীয় তথ্য ও বাণিজ্যিক সিক্রেটও ছিল। কগনিজেন্ট মামলা করে আর্থিক ক্ষতির অভিযোগ জানিয়েছে।
প্রসঙ্গত, গত সপ্তাহেই ইনফোসিসের প্রাক্তন এগজেকিউটিভ রাজেশ ওয়ারিয়েরকে কগনিজেন্ট নিয়োগ করেছে। কগনিজেন্টের বর্তমান সিইও রবি কুমারও আগে ইনফোসিসে কাজ করতেন। ইনফোসিস এর আগেও বহুবার কগনিজেন্টের বিরুদ্ধে কর্মী চুরির অভিযোগ এনেছে। কগনিজেন্টের বিরুদ্ধে উইপ্রোও মামলা করেছে যতীন দালালকে নিয়োগ করা নিয়ে।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)