AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Credit Card Bill: এক কার্ডের বিল কি অন্য কার্ডে মেটানো যায়? বড় বিপদের আগে জানুন নিয়ম

Reserve Bank Of India, Credit Card Rules: হাতে টাকা না থাকলে অনেকেই দুটি পদ্ধতি ব্যবহার করেন। এই দুটি পদ্ধতি বেআইনি না হলেও একটু বেশি সময় আপনি হয়তও পাবেন। কিন্তু তাতে আপনার একাধিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায়। প্রথমত, আপনার ক্রেডিট স্কোর খারাপ হয় এতে। এ ছাড়াও বেশ খানিকটা বেশি পরিমাণে পেমেন্ট করতে হয় আপনাকে।

Credit Card Bill: এক কার্ডের বিল কি অন্য কার্ডে মেটানো যায়? বড় বিপদের আগে জানুন নিয়ম
ক্রেডিট কার্ডে এই কাজ করেননি তো?Image Credit: Getty Images
| Updated on: Dec 02, 2025 | 4:46 PM
Share

আপনার কাছে কি একাধিক ক্রেডিট কার্ড রয়েছে? কোনও কারণে একটি কার্ডের বিল অন্য কার্ড দিয়ে মিটিয়ে দেওয়ার কথা ভাবছেন আপনি? তাহলে কিন্তু এখনই সাবধান হন। কারণ রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী কোনও একটি ক্রেডিট কার্ড দিয়ে অন্য ক্রেডিট কার্ডের বিল মেটানো যায় না। কারণ, এতে আপনার ঋণের বোঝা কিন্তু কমে না। শুধু ঋণের জায়গা বদল হয়।

হাতে টাকা না থাকলে অনেকেই দুটি পদ্ধতি ব্যবহার করেন। এই দুটি পদ্ধতি বেআইনি না হলেও একটু বেশি সময় আপনি হয়তও পাবেন। কিন্তু তাতে আপনার একাধিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায়। প্রথমত, আপনার ক্রেডিট স্কোর খারাপ হয় এতে। এ ছাড়াও বেশ খানিকটা বেশি পরিমাণে পেমেন্ট করতে হয় আপনাকে।

  • ব্যালেন্স ট্রান্সফার: এটি সবথেকে নিরাপদ ও বৈধ উপায়। এই ক্ষেত্রে আপনাকে নতুন ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে হয়। এবং নতুন ক্রেডিট কার্ড যে ব্যাঙ্ক বা সংস্থা ইস্যু করছে তাদের কাছে আপনাকে অনুরোধ করতে হবে আপনার বকেয়া মিটিয়ে দিতে। অনেক ক্ষেত্রে নতুন গ্রাহক পাওয়ার জন্য ব্যাঙ্কগুলো এই সুবিধা দিয়ে থাকে। লোনের ক্ষেত্রে এইভাবে ব্যালেন্স ট্রান্সফার সবচেয়ে বেশি হয়ে থাকে।
  • ক্যাশ অ্যাডভান্স: এটিও একটি উপায়। সেটি হল একটি ক্রেডিট কার্ড থেকে টাকা তুলে আর একটি ক্রেডিট কার্ডের বিল মেটানো। তবে, এটি অনেক বড় সমস্যা তৈরি করে। কারণ, ক্রেডিট কার্ড যে ৪৫ দিনের গ্রেস পিরিয়ড দেয়, তাকা তোলার ক্ষেত্রে এই গ্রেস পিরিয়ড পাওয়া যায় না। টাকা তুললে প্রথম দিন থেকেই সুদ গুণতে হয়। ফলে, দিনশেষে আপনি ঋণের বড় ফাঁদে পড়তে পারেন।

আপনার কী করা উচিত?

যদি হাতে নগদ না থাকে, সেই ক্ষেত্রে ‘ব্যালেন্স ট্রান্সফার’ অপশনটি বেছে নিতে পারেন। তবে তার আগে প্রসেসিং ফি এবং সুদের অঙ্কটা ভালো করে দেখে নেবেন। থার্ড পার্টি পেমেন্ট অ্যাপ দিয়ে কায়দা করে টাকা তুলতে যাবেন না। তাতে লাভের চেয়ে ক্ষতি বেশি হয়। এ ছাড়াও রিজার্ভ ব্যাঙ্কের যা নিয়ম, তা মেনে চলাই বুদ্ধিমানের কাজ। আর যদি আপনি হিসাব করে ক্রেডিট কার্ড ব্যবহার করতে না পারেন, তাহলে আপনার ক্রেডিট কার্ড ব্যবহার করা উচিতই নয়, বলেন বিশেষজ্ঞরাই।