১০০০ জিবি ডেটা, ফ্রিতে পাবেন ১২টি OTT-র সাবস্ক্রিপশনও! JIO-র এমন ধামাকা যে পাত্তাই পাচ্ছে না আর কেউ
JIO Recharge Pack: ডেটা ছাড়াও, এই প্ল্যানে ব্যবহারকারীদের বিনামূল্যে আনলিমিটেড কলিং পাওয়া যাবে। সঙ্গে পাবেন ৮০০টিরও বেশি লাইভ টিভি চ্যানেল দেখার সুযোগ। বিনামূল্যে ইনস্টলেশনেরও সুবিধা দিচ্ছে জিয়ো।

নয়া দিল্লি: টিভি দেখা প্রায় ছেড়েই দিয়েছেন অনেকে। মোবাইলে একগুচ্ছ ওটিটি প্ল্যাটফর্মেই নতুন সিনেমা থেকে ওয়েব সিরিজ- সব দেখা হয়ে যায়। কিন্তু দেখলেই তো শুধু হবে না, খরচাও আছে। আবার মোবাইলের রিচার্জও গত বছরের মাঝামাঝি সময় থেকে ব্যয়বহুল হয়েছে মোবাইল রিচার্জও। এবার রিচার্জে সবাইকে টেক্কা দিতে দারুণ এক ট্যারিফ প্ল্যান আনল রিলায়েন্স জিয়ো, যাতে ফ্রি কলিং, ডেটার সঙ্গে পাবেন একগুচ্ছ ওটিটি-র সাবস্ক্রিপশন।
রিলায়েন্স জিয়ো তাদের এয়ারফাইবার ব্যবহারকারীদের জন্য ৫৯৯ টাকার সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান এনেছে, যাতে মিলবে দারুণ সব সুবিধা। ৫৯৯ টাকার রিলায়েন্স জিয়োর এই প্ল্যানে ১০০০ জিবি হাইস্পিড ডেটা দেওয়া হচ্ছে, যেখানে ইন্টারনেটের গতি থাকবে ৩০ এমবিপিএস। ডেটা ছাড়াও, এই প্ল্যানে ব্যবহারকারীদের বিনামূল্যে আনলিমিটেড কলিং পাওয়া যাবে। সঙ্গে পাবেন ৮০০টিরও বেশি লাইভ টিভি চ্যানেল দেখার সুযোগ। বিনামূল্যে ইনস্টলেশনেরও সুবিধা দিচ্ছে জিয়ো।
এই জিয়ো এয়ারফাইবার (Jio AirFiber) প্ল্যানের মাধ্যমে, আপনি ডিজনি প্লাস হটস্টার (Disney Plus Hotstar), সনি লিভ (Sony Liv), জি৫ (ZEE5), জিয়ো সিনেমা প্রিমিয়াম (JioCinema Premium), সান এনএক্সটি (Sun NXT), হইচই (Hoichoi), ডিসকভারি প্লাস (Discovery Plus), অল্ট বালাজি (Alt Balaji), ইরোস নাও (Eros Now), লায়ন্সগেট প্লে (Lionsgate Play) এবং শিমারো মি(ShemarooMe) সহ আরও একাধিক ওটিটি (OTT) অ্যাপের সুবিধা পাবেন।
৫৯৯ টাকার রিলায়েন্স জিয়োর দাম ১৮ শতাংশ জিএসটি বসবে, সব মিলিয়ে প্ল্যানের দাম ৭০৬ টাকা হবে।





