Axis Bank: বেতন মোটে ৭.৬৫ কোটি! চেনেন ‘সর্বোচ্চ বেতনভুক ব্যাঙ্কার’ অমিতাভ চৌধুরীকে

Axis Bank: সূত্রের খবর, শেষ অর্থবর্ষে অমিতাভ চৌধুরী ৭.৬২ কোটি টাকা উপার্জন করেছেন অমিতাভ চৌধুরী। যা গোটা দেশের সমস্ত প্রাইভেট ব্যাঙ্কের শীর্ষকর্তার বেতনের নিরিখে সর্বোচ্চ।

Axis Bank: বেতন মোটে ৭.৬৫ কোটি! চেনেন ‘সর্বোচ্চ বেতনভুক ব্যাঙ্কার’ অমিতাভ চৌধুরীকে
Follow Us:
| Edited By: | Updated on: Apr 23, 2023 | 6:09 PM

কলকাতা: তাঁর কাঁধেই রয়েছে ভারতের সবথেকে বড় প্রাইভেট সেক্টর (Private Sector) ব্যাঙ্কের গুরু দায়িত্ব। তিনি অভিতাভ চৌধুরী। তিনি বর্তমানে অ্যাক্সিস ব্যাঙ্কের (Axix Bank) ম্যানেজিং ডাইরেক্টরের পদে রয়েছেন। দেশের সবথেকে প্রভাবশালী, ধনবান ব্যাঙ্কারদের তালিকায় রয়েছে তাঁর নাম। সালটা ১৯৮৫। পিলানীর বিড়লা ইন্সস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড সায়েন্স থেকে ইঞ্জিনিয়রিংয়ে স্নাতক পাশ করেন তিনি। এরপর সোজা চলে যান আহমেদাবাদ। সেখানে ইন্ডিয়ান ইন্সস্টিটিউট অব ম্যানেজমেন্ট থেকে স্নাতকোত্তর করেন। তারপরই শুরু কর্মজীবন।

২০০৬ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত ইনফোসিস বিপিও-র সিইও ও ম্যানেজিং ডাইরেক্টর হিসাবে কাজ করেন। এইচডিএফসি লাইফ ইনস্যুরেন্সেরও গুরু দায়িত্ব সামলেছেন তিনি। এরপরই ২০১৯ সালে যোগ দেন অ্যাক্সিস ব্যাঙ্কে। সেই সময় থেকেই ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও-র দায়িত্ব সামলাচ্ছেন তিনি। তবে অ্যাক্সিস ব্যাঙ্কে শীর্ষপদে থাকা ছাড়াও তাঁর আরও একাধিক পরিচিতি রয়েছে। এইচডিএফসি ক্রেডিলা লিমিটেডের একজন স্বাধীন পরিচালক হিসেবে কাজ করেছেন। শ্রীরাম ট্রান্সপোর্ট ফাইন্যান্স কোং লিমিটেড এবং মনিপাল গ্লোবাল এডুকেশন সার্ভিসেস লিমিটেডের বোর্ডেও কাজ করেছেন তিনি।

সূত্রের খবর, শেষ অর্থবর্ষে ৭.৬২ কোটি টাকা উপার্জন করেছেন অমিতাভ চৌধুরী। যা গোটা দেশের সমস্ত প্রাইভেট ব্যাঙ্কের শীর্ষকর্তার বেতনের নিরিখে সর্বোচ্চ। তবে অর্থবান ব্যাঙ্কারদের তালিকায় তিনি ছাড়াও রয়েছেন আইসিআইসিআই ব্যাঙ্কের সন্দীপ বক্সি। তিনি ২০১৯ সালে দেশের সমস্ত প্রাইভেট ব্যাঙ্কের শীর্ষকর্তার মধ্যে সর্বোচ্চ বেতনভুক্ত ‘বস’ হিসাবে পরিচিত ছিলেন। সেই সময় তিনি প্রতি মাসে ২২ লক্ষ টাকা বেতন পেতেন।