AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold Reserve: ইংরেজদের থেকে কয়েক যোজন এগিয়ে, ভারতের কোষাগারে কত সোনা রয়েছে জানেন কি?

Gold Reserve Of India: ভারতের যা সোনা রয়েছে তার প্রায় অর্ধেক রয়েছে দেশেই। বাকিটা রয়েছে ব্যাঙ্ক অফ ইংল্যান্ড ও ব্যাঙ্ক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্টের কাছে।

Gold Reserve: ইংরেজদের থেকে কয়েক যোজন এগিয়ে, ভারতের কোষাগারে কত সোনা রয়েছে জানেন কি?
Image Credit: gremlin/E+/Getty Images
| Updated on: Jun 05, 2025 | 6:58 PM
Share

বহুযুগ আগে থেকেই সোনা বিত্তশালীদের প্রতীক হিসাবে বিবেচিত হয়। আর বর্তমানে বিভিন্ন ভূ-রাজনৈতিক উত্তেজনা ও অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে সোনা বিভিন্ন দেশের অর্থনীতিকে সোজা রাখতে ব্যবহৃত হয়। আবার অনেক দেশ আমেরিকান ডলারের উপর থেকে নির্ভরশীলতা কমাতে সোনাকে ব্যবহার করে।

কোন দেশের কাছে কত সোনা রয়েছে?

আমেরিকা

আমেরিকার কাছে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় গোল্ড রিজার্ভ। তাদের কাছে প্রায় ৮ হাজার ১৩৩.৫ মেট্রিক টন সোনা রয়েছে। মনে করা হয় এর মধ্যে বেশিরভাগটাই কেন্টাকির ফোর্ট নক্সে রাখা রয়েছে।

জার্মানি

আমেরিকার মতো অত বেশি না হলেও জার্মানির কাছেও বেশ অনেক পরিমাণেই সোনা মজুত রয়েছে। জানা যায়, তাদের কাছে প্রায় ৩,৩৫১.৫ মেট্রিক টন সোনা মজুত রয়েছে। যার বেশিটাই নাকি রয়েছে ফ্র্যাঙ্কফার্টে। এ ছাড়াও জার্মানির সোনার বেশ কিছুটা এখনও জমা রয়েছে আমেরিকা ও ব্রিটেনের কাছে।

ইটালি

এই তালিকায় ৩ নম্বরে রয়েছে ইটালি। ইটালির কাছে ২,৪৫১.৮ মেট্রিক টন সোনা রয়েছে। যার বেশিরভাগই রয়েছে ব্যাঙ্ক অফ ইটালির ভল্টে। এ ছাড়াও কিছুটা করে সোনা জমা রয়েছে সুইজারল্যান্ড ও ব্রিটেনের কাছে।

চিন

ইটালির পর সবচেয়ে বড় গোল্ড রিজার্ভ রয়েছে চিনের কাছে। তাদের কাছে ২,২৭৯.৬ মেট্রিক টন সোনা রয়েছে। আমেরিকান ডলারের উপর থেকে নির্ভরশীলতা কমাতেই তারা নিজেদের গোল্ড রিজার্ভ ব্যবহার করে।

চিনের পর এই তালিকায় রয়েছে সুইজারল্যান্ড। তাদের কাছে ১,০৩৯.৯৪ মেট্রিক টন সোনা রয়েছে। আর এর পরই এই তালিকায় ৬ নম্বরে রয়েছে ভারত। ভারতের কাছে রয়েছে ৮৭৯.৫৯ মেট্রিক টন সোনা। এর মধ্যে প্রায় অর্ধেক সোনা রয়েছে দেশেই। বাকি ৩৪৮.৬২ মেট্রিক টন সোনা রয়েছে ব্যাঙ্ক অফ ইংল্যান্ড ও ব্যাঙ্ক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্টের কাছে। ভারতের পর এই তালিকায় রয়েছে যথাক্রমে, জাপান, পোল্যান্ড, ইংল্যান্ড, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ব্রাজিল, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া ও চেক রিপাবলিকের মতো দেশ।