Indian Railways: আপনার একটা টিকিটে কত টাকা আয় হয় রেলের? জেনে নিন…
Indian Railway: গড়ে দেড় কোটি টিকিট বিক্রি করে রেল। অর্থাৎ ১ কোটি মানুষ প্রতিদিন টিকিট ছাড়াই ঘোরা ফেরা করেন। তাহলে এই দেড় কোটি টিকিট যাত্রীর ভিত্তি প্রতিদিন প্রায় কত টাকা কামাই হয় রেলমন্ত্রকের?

কলকাতা: অফিস যাত্রী, হকার-সহ প্রতিদিন কত শত মানুষই না ট্রেনে চড়েন। একটা ট্রেন শুধু যাত্রার মাধ্যম নয়। ট্রেনের প্রতিটি কামরা কিন্তু সমাজের প্রতিটা স্তর। দূরপাল্লার ট্রেনের দিকে তাকালেই বোঝা যায় দেশের আর্থিক বিভাজন। কিন্তু আবার লোকাল ট্রেনে গেলে ভেঙে যায় সেই বিভাজন। একটি পরিসংখ্যান অনুযায়ী, প্রতিদিন গড়ে আড়াই কোটি মানুষ গোটা দেশে রেল পরিষেবা নিয়ে থাকেন।
তবে আড়াই কোটি মানুষ ট্রেনে চাপলেও, সবাই যে টিকিট কাটে এমনটা নয়। আরও একটি পরিসংখ্যান বলছে, দেশে প্রতিদিন গড়ে দেড় কোটি টিকিট বিক্রি করে রেল। অর্থাৎ ১ কোটি মানুষ প্রতিদিন টিকিট ছাড়াই ঘোরা ফেরা করেন।
তাহলে এই দেড় কোটি টিকিট যাত্রীর ভিত্তি প্রতিদিন প্রায় কত টাকা কামাই হয় রেলমন্ত্রকের? তাছাড়া, যদি কেউ তাতে ১০ টাকার টিকিট কাটে তাতে কত টাকা লাভ হয় ট্রেনের? সাধারণভাবে, ১০ টাকার নিরিখে সঠিক পরিমাপটা বলা সত্যিই কঠিন। কারণ, দেশের বিভিন্ন রুটে বিভিন্ন দরে ট্রেন চালিয়ে থাকে ভারতীয় রেল। যেমন, মুম্বইয়ে ৪০ কিলোমিটার ট্রেনে যেতে খরচ হয় ২০ টাকার উপর। কিন্তু হাওড়া রুটে সেই খরচটা নেমে আসে ১৫ টাকায়।
বলা যেতে পারে, গোটা দেশে রেল গড়ে প্রতিটি টিকিট কাটা যাত্রী পিছু ৪০ থেকে ৫০ টাকা আয় করে থাকেন। আর এই অঙ্কটা কিন্তু শুধু মাত্র লোকাল ট্রেনে। এর সঙ্গে দূরপাল্লার বিলাসবহুল ট্রেনগুলি ধরলে দেখা যাবে। যাত্রী পিছু সেখানে রেলের আয় ৫০০ টাকার কাছাকাছি।





