AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Donald Trump TikTok: জাতীয় সুরক্ষার জন্য নিষিদ্ধ হয়েছিল ভারতে! এবার সেই চিনা অ্যাপকেই কিনতে পারে Microsoft?

Donald Trump TikTok: তিনি আরও জানিয়েছিলেন, চিনা নয় এমন কোনও সংস্থার হাতে না গেলে সেই অ্যাপ নিয়ে একটি জাতীয় সুরক্ষার প্রশ্ন থেকেই যাচ্ছে। তাই অ্যাপ বিক্রি করেই দেশ ছাড়তে হবে বাইটড্যান্সকে।

Donald Trump TikTok: জাতীয় সুরক্ষার জন্য নিষিদ্ধ হয়েছিল ভারতে! এবার সেই চিনা অ্যাপকেই কিনতে পারে Microsoft?
Image Credit: PTI
| Updated on: Jan 28, 2025 | 6:05 PM
Share

ওয়াশিংটন: বাইডেনের আমলে দেশে চিনা সংস্থা ‘টিকটক’ নিষিদ্ধ করতে প্রণয়ন হয়েছিল নতুন আইনের। মূলত, জাতীয় নিরাপত্তার কথা ভেবেই মার্কিন সেনেটে উঠেছিল ‘টিকটক’ বিরোধী রব। আর ট্রাম্প শপথ নেওয়ার ঠিক ঘণ্টা খানেক আগে আমেরিকায় হঠাৎ করে বন্ধ হয়ে যায় টিকটক। জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগেই আগাম সেদেশে গ্রাহকদের জন্য পরিষেবা বন্ধ করে চিনা অ্যাপ টিকটক।

কিন্তু দেশের যুব প্রজন্মের মধ্যে টিকটকের গ্রহণযোগ্যতার কথা মাথায় রেখে ওই চিনা অ্যাপের পরিষেবা চালু রাখারই বার্তা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শপথগ্রহণের পর ৯০ দিন পর্যন্ত অ্যাপটিকে চালু রাখার সুযোগ দিয়েছেন ট্রাম্প। তবে তার সঙ্গে জুড়ে দিয়েছেন একটি শর্তও। তিনি জানিয়েছিলেন, টিকটকের বর্তমান চিনা মালিক বাইটড্যান্সকে দেশেরই কোনও সংস্থার হাতে যৌথ উদ্যোগ গড়ে সেই সংস্থার অ্যাপটিকে তুলে দিতে হবে।

তিনি আরও জানিয়েছিলেন, চিনা নয় এমন কোনও সংস্থার হাতে না গেলে সেই অ্যাপ নিয়ে একটি জাতীয় সুরক্ষার প্রশ্ন থেকেই যাচ্ছে। তাই অ্যাপ বিক্রি করেই দেশ ছাড়তে হবে বাইটড্যান্সকে।

এই ঘটনার সপ্তাহ খানেক কাটতেই ডোনাল্ড ট্রাম্প জানালেন, টিকটক কেনার জন্য বাইটড্যান্স নামক সেই চিনা সংস্থার সঙ্গে বৈঠকে বসেছে মাইক্রোসফ্ট। শুধুই মাইক্রোসফ্ট নয়, ট্রাম্পের কথায় একাধিক মার্কিন সংস্থাই টিকটক অ্যাপ কিনতে রীতিমতো আগ্রহ দেখিয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০২০ সালে টিকটক অ্যাপটি কিনতে বাইটড্য়ান্স নামক সেই চিনা সংস্থার সঙ্গে কয়েক দফা বৈঠক চালিয়েছিল মাইক্রোসফ্ট। কিন্তু আখেরে কোনও লাভ হয়নি বললেই চলে। সেই বছরই আবার, অন্যান্য় চিনা অ্যাপগুলির পাশাপাশি টিকটককে নিষিদ্ধ করে দিয়েছিল ভারত সরকার। এবার সেই অ্যাপকেই কিনতে চলেছে মাইক্রোসফ্ট।