Gold Price Hike: অস্থিরমতি Donald Trump, নয়া শুল্কের ঘোষণা আসতেই চড়চড়িয়ে বেড়েছে সোনার দাম!
Donald Trump: ট্রাম্পের হুমকি, শুল্ক বাড়তে পারে ইস্পাত ও অ্যালুমিনিয়ামে। তারপরই চড়চড়িয়ে বাড়ল সোনার দাম।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেদেশে আমদানিকৃত ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর আমদানি শুল্ক দ্বিগুণ করার হুমকি দিয়েছিলেন। আর তারপরই জুন মাসের ২ তারিখ থেকে সোনার দাম বেড়েছে গোটা বিশ্বজুড়ে।
শুক্রবার, ৩০ মে ট্রাম্প বলেন, তিনি আমদানিকৃত ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর কর বাড়িয়ে ৫০ শতাংশ করে দিতে চান। অর্থাৎ, আমেরকার বাজারে এতদিন যে ইস্পাত বা লোহা ১২৫ টাকায় পাওয়া যেত, সেই ইস্পাত বা লোহা এবার ১৫০ টাকা দাম হয়ে যাবে। আর এর পরই ইউরোপিয়ান ইউনিয়ন পাল্টা বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে যে আমেরিকা যদি কর বৃদ্ধি করে তাহলে প্রতিশোধ নিতে তৈরি তারা। উল্লেখ্য, টাটা স্টিল তাদের ইংল্যান্ডের কারখানা থেকে আমেরিকায় ইস্পাত রফতানি করে।
একদিকে যখন এই ধরণের হুমকি-পাল্টা হুমকিতে সরগরম বিশ্ব অর্থনীতি সেই সময় ইউক্রেন-রাশিয়া সংঘাতে ড্রোন যুদ্ধ এক নতুন ভূ-রাজনৈতিক উত্তেজনা তৈরি করে। আর আমরা তো জানি ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক উত্তেজনা বেড়ে গেলে সোনাকেই বিনিয়োগের নিরাপদ জায়গা হিসাবে বিবেচনা করে।
এই সবের মধ্যে মার্কিন ফেডারেল রিজার্ভের গভর্নর ক্রিস্টোফার ওয়ালারের কথায় বেশ কিছুটা আশার আলো দেখছেন সে দেশের বিনিয়োগকারীরা। কারণ, তাঁরা মনে করছেন মার্কিন ফেডারেল রিজার্ভ ৫০ বেসিস পয়েন্ট সুদের হার কমাতে পারে।
প্রসঙ্গত, কলকাতায় আজ ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ২ হাজার ৯৭০ টাকা। ও ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯৪ হাজার ৩৮৯ টাকা।
কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।
