
বৃহস্পতিবার দিনের শুরুতে সোনার দাম চড়চড়িয়ে উঠলেও ভারতের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) কিছুটা নেমেই দিন শেষ করেছে সোনা। তা সত্ত্বেও এ দিনের শেষে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম পৌঁছে গিয়েছে ৯৭ হাজার ৩৮০ টাকায়। অন্যদিকে গয়নার জন্য যে ২২ ক্যারেট সোনা ব্যবহৃত হয় তার ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ৮৯ হাজার ২০০ টাকা।
শুধু ভারত নয়, আন্তর্জাতিক বাজারেও একই চিত্র দেখা গিয়েছে। আর তারপর থেকেই বিশেষজ্ঞদের নজর রয়েছে আমেরিকা-জাপানের মধ্যে শুল্ক নিয়ে দরাদরির দিকে।
৪ বছরেই দ্বিগুণ!
সোনার দাম শেষ ৪ বছরে একটা বিরাট উত্থান দেখেছে। ২০২১ সালের ১৭ এপ্রিল কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ছিল ৪৬ হাজার ১৯০ টাকা ও ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৪৮ হাজার ৯০০ টাকা। আর সেই দিক দিয়ে দেখতে গেলে ঠিক ৪ বছর পর ২০২৫ সালের ১৭ এপ্রিল দিনের শেষে ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে প্রায় ৪৩ হাজার ১০ টাকা। শতাংশের বিচারে যা ৯৩ শতাংশের থেকে বেশি বৃদ্ধি। অন্যদিকে এই একই সময়ের মধ্যে ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে প্রায় ৪৮ হাজার ৪৮০ টাকা। শতাংশের বিচারে যা ৯৯ শতাংশ।
কিন্তু কেন?
গত কয়েক বছরে সোনার এই মূল্যবৃদ্ধির পিছনে রয়েছে একাধিক দেশীয় ও আন্তর্জাতিক কারণ। প্রথমত, মধ্যপ্রাচ্যে উত্তেজনা, ইজরায়েল-প্যালেস্টাইন যুদ্ধের প্রভাব পড়েছে সোনার দামে। দ্বিতীয়ত, সোনার দাম বৃদ্ধির পিছনে আন্তর্জাতিক কারণ হিসাবে দেখা যেতে পারে রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে। তৃতীয়ত, দেশের মূল্যবৃদ্ধি ঠেকাতে প্রচুর পরিমাণে সোনা কিনেছে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলো। চতুর্থত, সোনায় ব্যক্তিগত বিনিয়োগ বেড়েছে, বেড়েছে সোনা কেনার ঢলও। এ ছাড়াও গোল্ড ইটিএফের চাহিদা বেড়েছে ফলে সেই খাতে সোনা কেনাও বেড়েছে।
টানা ৮ বছর!
২০১৮ থেকে টানা ৮ বছর পজিটিভ রিটার্ন দিয়েছে সোনা। এমনকি শেষ ৩ বছরেই ১৪ শতাংশের বেশি রিটার্ন এসেছে সোনা থেকে। ২০২২ সালে সোনা রিটার্ন দিয়েছে ১৪.৩৮ শতাংশ। ২০২৩ সালে সেই অঙ্কটা দাঁড়ায় ১৪.৮৮ শতাংশ। ২০২৪ সালে আরও বেড়ে তা হয় ২১.৪৩ শতাংশ। আর ২০২৫ সালের ১৭ এপ্রিল পর্যন্ত ২৪.৭১ শতাংশ রিটার্ন দিয়েছে সোনা।
বাজিমাত করেছে সোনা
অন্যান্য অ্যাসেট ক্লাসকে রিটার্নের বিচারে হেলায় হারিয়ে দিয়েছে সোনা। ২০২৫ সালের ১৭ এপ্রিল পর্যন্ত সোনা রিটার্ন দিয়েছে ২৪.৭১ শতাংশ। এই সময়ের মধ্যে রুপোর দাম বেড়েছে ৯.২৮ শতাংশ। ভারতের দুই বেঞ্চমার্ক সূচক নিফটি ৫০ ও সেনসেক্স রিটার্ন দিয়েছে যথাক্রমে ০.৮ শতাংশ ও ০.৫ শতাংশ।
যদিও এই বিষয়গুলোকে পাত্তা দিতে একেবারেই রাজি নন কেডিয়া অ্যাডভাইসরির ডিরেক্টর অজয় কেডিয়া। তিনি বলছেন, এই বছরের শেষ ভাগে সোনার দামে একটা দারুণ সংশোধন দেখা যাবে। তিনি মনে করছেন ৭৮ হাজার থেকে ৮০ হাজারে নেমে আসতে পারে সোনার দাম।
কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।