আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই শুরু হতে চলেছে আইপিএল। সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতের ক্রিকেট ফ্যানরা মুখিয়ে রয়েছে আইপিএলে তাঁদের পছন্দের ক্রিকেটরদের নামতে দেখার জন্য। অন্যদিকে, আইপিএলের দলগুলো শেষ মূহুর্তের প্রস্তুতিতে ব্যস্ত এখন। আর আইপিএলের কারণে লাভবান হতে চলেছে বেশ কিছু সংস্থা। আর তার প্রভাবে বাড়তে পারে সেই সব সংস্থাগুলোর শেয়ারের দামও।
ইন্টারগ্লোব এভিয়েশন
ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ বিমান সংস্থা হল ইন্ডিগো। কম খরচে বিমান পরিষেবা দেওয়ার কারণে প্রসিদ্ধ ইন্টারগ্লোব এভিয়েশনের অধীনস্ত এই সংস্থা। দেশের ১০-এর বেশি স্টেডিয়ামে হবে এবারের আইপিএলের ম্যাচ। ফলে সেই সব শহরে যাওয়া আসা করার জন্য বিমানের টিকিটের চাহিদা বাড়বে। আর এতে উপকৃত হবে ইন্ডিগোই।
ইন্ডিয়ান হোটেলস ও আইটিসি হোটেলস
টাটা গ্রুপের অধীনস্থ ইন্ডিয়ান হোটেলস দেশের সবচেয়ে বড় হোটেল চেন। আর র সঙ্গে রয়েছে সদ্য আইটিসি লিমিটেড থেকে আলাদা হওয়া আইটিসি হোটেলস। আর দেশের হোটেল ব্যবসায় এই দুই সংস্থারই রাজ চলে। বিভিন্ন টিম, খেলোয়াড়দের পরিবার ও খেলা দেখতে আসা বাইরের মানুষও থাকবেন এই হোটেলে। ফলে ব্যবসা বাড়বে এই দুই হোটেল সংস্থার। মনে করা হচ্ছে তে লাভের মুখ দেখবেন এই সংস্থাগুলোর শেয়ারে বিনিয়োগকারীরাও।
জোম্যাটো ও স্যুইগি
ভারতের খাদ্য সরবরাহকারী সংস্থাগুলোর মধ্যে অন্যতম হল জোম্যাটো ও স্যুইগি। আর আইপিএলের সময় বাড়িতে বা বন্ধুদের সঙ্গে খেলা দেখে। আর খেলা দেখতে দেখতে বিভিন্ন খাবার খাওয়ার বা কোল্ডড্রিংকস খাওয়ার প্রবণতা বেড়ে যায় মানুষের মধ্যে। আর এমতাবস্থায় সাধারণ মানুষের ‘ভরসার কাঁধ’ হয়ে ওঠে জোম্যাটো ও স্যুইগির মতো সংস্থাগুলোই।
কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।