AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Infosys Dividend: ১৭ মাসের ছেলের উপার্জনই কোটি কোটি টাকা! মোট কত সম্পত্তির মালিক Narayana Murthy-র নাতি?

Ekagrah Rohan Murthy: ১৭ এপ্রিল ইনফোসিস শেয়ার প্রতি ২২ টাকা ডিভিডেন্ড ঘোষণা করে। এই অংশীদারিত্বের উপর ভিত্তি করে প্রায় ৩ কোটি ৩০ লক্ষ টাকা পাবে একাগ্র।

Infosys Dividend: ১৭ মাসের ছেলের উপার্জনই কোটি কোটি টাকা! মোট কত সম্পত্তির মালিক Narayana Murthy-র নাতি?
| Updated on: Apr 18, 2025 | 3:34 PM
Share

ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির নাতি ভারতের কনিষ্ঠতম কোটিপতিদের মধ্যে অন্যতম। মার্চে শেষ হওয়া অর্থবর্ষে ডিভিডেন্ড হিসাবে সব মিলিয়ে ১০ কোটি ৬৫ লক্ষ টাকা উপার্জন করেছে একাগ্র মূর্তি।

নারায়ণ মূর্তির ও সুধা মূর্তির ছেলে রোহন মূর্তি ও অপর্ণা কৃষ্ণণের ছেলে একাগ্রর জন্ম ২০২৩ সালের নভেম্বর মাসে। ২০২৫-এর এপ্রিলের হিসাব অনুযায়ী একাগ্রর কাছে ইনফোসিসের ১৫ লক্ষ শেয়ার রয়েছে। অর্থাৎ, এই ভারতীয় তথ্য প্রযুক্তি জায়ান্টের ০.০৪ শতাংশ শেয়ার রয়েছে একাগ্রর কাছে। একাগ্র যখন মাত্র ৪ মাসে ছিল তখন তাকে দাদু নারায়ণ মূর্তি এই শেয়ার উপহার হিসাবে দিয়েছিলেন। এই সময় এই পরিমাণ শেয়ারের অর্থমূল্য ছিল ২৪০ কোটি টাকার কাছাকাছি।

বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ইনফোসিস শেয়ার প্রতি ২২ টাকা ডিভিডেন্ড ঘোষণা করে। এই অংশীদারিত্বের উপর ভিত্তি করে প্রায় ৩ কোটি ৩০ লক্ষ টাকা পাবে একাগ্র। এই বছর যখন ইন্টারিম ডিভিডেন্ড দেওয়া হয়েছিল, তখন একাগ্র ডিভিডেন্ড হিসাবে পেয়েছিল প্রায় ৭ কোটি ৩৫ লক্ষ টাকা। আর এই সব মিলিয়ে ডিভিডেন্ডের মোট পরিমাণ দাঁড়াচ্ছে ১০ কোটি ৬৫ লক্ষ টাকা।

একাগ্র ইনফোসিসের শেয়ার পাওয়ার পর মোট ৩ বার ডিভিডেন্ড দিয়েছে সংস্থা। ৩ বারে শেয়ার প্রতি মোট ৪৯ টাকা ডিভিডেন্ড দিয়েছে ইনফোসিস। আর এর পরই এই বয়সেই একাগ্র ভারতের কর্পোরেট দুনিয়ায় সর্বকনিষ্ঠ ও উচ্চ উপার্জনকারী শেয়ারহোল্ডারদের মধ্যে জায়গা করে নিয়েছে।

ঘোষিত ডিভিডেন্ডের কারণে শুধুমাত্র একাগ্র নয়, লাভবান হবেন মূর্তি পরিবারের অন্যান্য সদস্যরাও। নারায়ণ মূর্তি ও তাঁর স্ত্রী সুধা মূর্তির কন্যা অক্ষতা মূর্তির কাছে রয়েছে ৩.৮৯ কোটি শেয়ার। যা সংস্থার ১.০৪ শতাংশ অংশিদারিত্ব। তিনি প্রায় ৮৫ কোটি ৭১ লক্ষ টাকা পাবেন ডিভিডেন্ড হিসাবে। নারায়ণ মূর্তি নিজে পাবেন ৩৩ কোটি ৩০ লক্ষ টাকা। আর নারায়ণ মূর্তির স্ত্রী সুধা মূর্তি ডিভিডেন্ড হিসাবে পাবেন ৭৬ কোটি টাকা।

কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।