
নয়া দিল্লি: বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি ইলন মাস্ক। একদিকে তিনি টেসলা-স্পেসএক্সের মালিক, অন্যদিকে জনপ্রিয় সোশ্য়াল হ্যান্ডেল এক্সেরও মালিক। তবে ইলন মাস্কের (Elon Musk) সঙ্গে যে ভারতের যোগ রয়েছে, তা জানেন? কীভাবে ভারতের সঙ্গে তাঁর যোগ, তা নিজেই বললেন মাস্ক।
জন্মগতভাবে দক্ষিণ আফ্রিকান ও কানাডার নাগরিক ইলন মাস্ক। পরে তিনি আমেরিকার নাগরিকত্ব পান ২০০২ সালে। এবার জ়েরোধার প্রতিষ্ঠাতা নিখিল কামাথের পডকাস্টে এসে টেসলা কর্তা ইলন মাস্ক জানালেন তাঁর সঙ্গী শিভন জ়িলিস অর্ধেক ভারতীয়। মাস্ক এও জানান যে শিভনের সঙ্গে তাঁর যে সন্তানরা রয়েছে, তাদের মধ্য়ে একজনের ‘মিডল নেম’ শেখর। নোবেলজয়ী ভারতীয়-আমেরিকান পদার্থবিজ্ঞানী সুব্রমণ্যন চন্দ্রশেখরের নাম থেকে অনুপ্রাণিত হয়ে এই নাম রেখেছেন।
পডকাস্টে ইলন মাস্ক বলেন, “আমি জানি না আপনি জানেন কি না, আমার সঙ্গী শিভন অর্ধেক ভারতীয়। ওর সঙ্গে আমার এক ছেলের মধ্য নাম শেখর, যা চন্দ্রশেখরের নাম থেকে রাখা হয়েছে।”
ইলন মাস্ক জানান, তাঁর বান্ধবী শিভন কানাডায় বড় হয়েছে। শৈশবেই তাঁকে দত্তক নেওয়ার জন্য দিয়ে দেওয়া হয়। আমার মনে হয় ওঁর বাবা বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ স্টুডেন্ট ছিলেন।
প্রসঙ্গত, শিভন জ়িলিস ইয়েল ইউনিভার্সিটি থেকে অর্থনীতি (Economics) ও দর্শনে (Philosophy) স্নাতক হন। আইবিএম দিয়ে কেরিয়ার শুরু শিভনের। এরপরে ব্লুমবার্গে কাজ করেন তিনি। ২০১৬ সালে ওপেনএআই-তে যোগ দেন এবং সবথেকে কম বয়সী বোর্ড অব ডিরেক্টর হন। পরের বছর ২০১৭ সালে ইলন মাস্কের এআই সংস্থা, নিউরালিঙ্কে যোগ দেন। তবে ওপেনএআই-তে কাজ করার সময়ই মাস্কের সঙ্গে তাঁর আলাপ। বর্তমানে নিউরালিঙ্কের ডিরেক্টর অব অপারেশন অ্যান্ড স্পেশাল প্রজেক্ট পদে রয়েছেন শিভন।
ইলন মাস্কের সঙ্গী শিভন জ়িলিস ও সন্তানেরা।
বিবাহ বন্ধনে আবদ্ধ না হলেও, ইলন মাস্কের সঙ্গে তাঁর চারটি সন্তান রয়েছে। জমজ ছেলে স্ট্রাইডার ও আজ়িউর, মেয়ে আর্কাডিয়া ও ছেলে শেলডন লাইকরগাস।
প্রসঙ্গত, নিখিল কামাথের সঙ্গে এই পডকাস্টে আমেরিকার এইচ-১বি ভিসা থেকে শুরু করে নানা বিষয়ে কথা বলেন। এইচ-১বি ভিসায় ভারতীয়দের ট্যালেন্টে আমেরিকা দারুণ উপকৃত, সে কথাও স্বীকার করেন মাস্ক।