Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Starlink: আসছে স্টারলিঙ্কের হাই-স্পিড ইন্টারনেট, সস্তা হবে জিয়ো-এয়ারটেলের 5G-র তুলনায়?

Starlink Internet Service: স্যাটেলাইট ইন্টারনেটের অন্যতম সুবিধা হল, এতে দ্রুত ইন্টারনেট পরিষেবা পাওয়া যায়। এছাড়া এটি প্রত্যন্ত এলাকায় ইন্টারনেট সরবরাহ করতে পারে, যেখানে মোবাইল টাওয়ার বা কেবল ইন্টারনেট পৌঁছাতে পারে না।

Starlink: আসছে স্টারলিঙ্কের হাই-স্পিড ইন্টারনেট, সস্তা হবে জিয়ো-এয়ারটেলের 5G-র তুলনায়?
ভারতে আসছে স্টারলিঙ্ক।Image Credit source: TV9 ভারতবর্ষ
Follow Us:
| Updated on: Mar 13, 2025 | 9:48 AM

নয়া দিল্লি: ভারতে আসছে স্টারলিঙ্ক (Starlink)। ইলন মাস্কের (Elon Musk) স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা ভারতে আসার খবর প্রকাশ হতেই হইচই পড়ে গিয়েছে। রিলায়েন্স জিয়ো এবং এয়ারটেল- দুটি টেলিকম সংস্থাই স্পেসএক্সের সঙ্গে হাত মিলিয়েছে। শীঘ্রই শহরে এবং পরে গ্রামীণ এলাকায় স্টারলিঙ্কের ইন্টারনেট পরিষেবা চালু হবে। আর স্টারলিঙ্কের পরিষেবা চালুর খবর বেরতেই সাধারণ মানুষের মনে প্রশ্ন, ভারতে কি ৫জি ইন্টারনেট পরিষেবার থেকে সস্তা হবে স্টারলিঙ্কের স্যাটেলাইট ইন্টারনেট?

স্টারলিঙ্ক স্যাটেলাইট ইন্টারনেট-

স্টারলিঙ্ক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা হল এটি একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা। বাড়িতে ইন্টারনেট পৌঁছে দিতে কোনও টাওয়ার বা ফাইবার কেবলের প্রয়োজন নেই। সরাসরি স্যাটেলাইট থেকে প্রাপ্ত সঙ্কেত বা সিগন্যাল ব্যবহার করেই ইন্টারনেট চলবে।

স্যাটেলাইট ইন্টারনেটের অন্যতম সুবিধা হল, এতে দ্রুত ইন্টারনেট পরিষেবা পাওয়া যায়। এছাড়া এটি প্রত্যন্ত এলাকায় ইন্টারনেট সরবরাহ করতে পারে, যেখানে মোবাইল টাওয়ার বা কেবল ইন্টারনেট পৌঁছাতে পারে না। বর্তমানে অনেক দেশে ইন্টারনেট সরবরাহের জন্য ইতিমধ্যে স্যাটেলাইট পরিষেবা শুরু হয়েছে। সেখানে স্যাটেলাইট ভিত্তিক রেডিয়ো সিগন্যাল ব্যবহার করে ইন্টারনেট সরবরাহ করা হয়।

ব্রডব্যান্ড সিগন্যাল স্যাটেলাইটের মাধ্যমে মাটিতে অবস্থিত গ্রাউন্ড স্টেশনে পাঠানো হয়। রিপোর্ট অনুসারে, স্টারলিংক পরিষেবার ল্যাটেন্সি রেট সবচেয়ে কম। অতএব, স্যাটেলাইট থেকে সঙ্কেত খুব অল্প সময়ের মধ্যে মাটিতে পৌঁছাতে পারে।

স্টারলিঙ্ক ইন্টারনেট কি ৫জি-র থেকে সস্তা হবে?

বাজারে সর্বাধিক সংখ্যক ফাইবার ইন্টারনেট গ্রাহক রয়েছে জিয়ো এবং এয়ারটেলের। বর্তমানে, রিলায়েন্স জিয়ো এয়ারফাইবারের মাধ্যমে ৫জি (5G) ব্রডব্যান্ড পরিষেবা প্রদান করে। জিয়ো এয়ারফাইবার (Jio AirFiber)-র প্ল্যান শুরু ৫৯৯ টাকা থেকে। সেখানে এয়ারটেলের ৫জি ব্রডব্যান্ড ইন্টারনেটের স্টার্টিং প্ল্যান ৬৯৯ টাকা থেকে। এতে আপনি প্রতি মাসে ৪০ এমবিপিএস গতিতে ইন্টারনেট পাবেন।

স্টারলিঙ্কের প্ল্যানের কথা আসলে,  এর সবচেয়ে সস্তা ইন্টারনেট প্ল্যানের দাম প্রতি মাসে ১২০ ডলার, ভারতীয় মুদ্রায় যার দাম প্রায় ১০,৫০০ টাকা। অর্থাৎ জিয়ো বা এয়ারটেলের থেকে অনেক বেশি দাম স্টারলিঙ্কের ইন্টারনেট পরিষেবার। যদিও ভারতে এখনও স্টারলিঙ্কের প্ল্যানের দাম জানানো হয়নি।