EPFO Interest Rate: বাড়বে আপনার EPF-এর সুদ, আগের থেকে কত বাড়তি টাকা হাতে পাবেন জানেন?
EPFO: সূত্রের খবর, এখনও পর্যন্ত সুদের হার বৃদ্ধি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া হলেও, আগামী ইপিএফও বোর্ড অব ট্রাস্টিজ মিটিংয়ে এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আগামী ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

নয়া দিল্লি: বছর শেষে চাকরিজীবীরা পেতে পারেন দারুণ সুখবর। বাড়তে পারে প্রভিডেন্ট ফান্ডের টাকা। শোনা যাচ্ছে, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (Employees Provident Fund Organization) বাড়াতে পারে সুদের হার। ২০২৫-২৬ সালের জন্য ইপিএফের সুদের হার (EPF Interest Rate) বাড়ানো হতে পারে। কত বাড়তে পারে পিএফের সুদ?
শোনা যাচ্ছে, এবার প্রভিডেন্ট ফান্ডে সুদের হার বাড়িয়ে ৯ শতাংশ করা হতে পারে। যদি এই সিদ্ধান্তে সিলমোহর পড়ে, তাহলে ৭.৫ কোটি ইপিএফ গ্রাহক উপকৃত হবে। তাদের জমা অর্থের পরিমাণ বাড়বে। সূত্রের খবর, এখনও পর্যন্ত সুদের হার বৃদ্ধি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া হলেও, আগামী ইপিএফও বোর্ড অব ট্রাস্টিজ মিটিংয়ে এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আগামী ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
যদি ৯ শতাংশ সুদ হয়, কত টাকা পাবেন?
বর্তমানে ৮.২৫ শতাংশ হারে পিএফের সুদ দেওয়া হয়। ০.৭৫ শতাংশ সুদের হার বৃদ্ধি করে তা ৯ শতাংশ করা হতে পারে। যদি ৯ শতাংশ হারে সুদ হয়, তাহলে আপনি অতিরিক্ত টাকা পাবেন। যদি আপনার পিএফ ব্যালেন্স ৫ লক্ষ টাকা হয়, তাহলে বার্ষিক সুদ বাবদ আপনি ৪৫ হাজার টাকা পাবেন। যদি ৪ লক্ষ টাকা জমা থাকে, তাহলে সুদ বাবদ ৩৬ হাজার টাকা পাবেন। ৩ লাখ টাকা জমা থাকলে ২৭ হাজার টাকা পাবেন সুদ বাবদ।
কীভাবে পিএফ ব্যালেন্স দেখবেন?
- প্রথমেই passbook.epfindia.gov.in- এ ক্লিক করুন
- এবার ইউএএন (UAN), পাসওয়ার্ড ও ক্যাপচা দিয়ে লগ ইন করুন।
- এবার ভিউ অপশনে গিয়ে ভিউ পাসবুক অপশনে ক্লিক করুন।
- সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আপনার পিএফ অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে।
