
মুকেশ অম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সময়ের সঙ্গে সঙ্গে তাদের ক্রিকেট ব্যবসাকেও বাড়িয়ে তুলছে। ২০০৮ সালে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলের মাধ্যমে তারা পা রেখেছিল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দুনিয়ায়। আর তাঁরা কিনে ফেললেন ইংল্যান্ডের একটি ক্রিকেট দলকে। তবে শুধু অম্বানিরা নয়, আরও একাধিক ভারতীয় সংস্থা কিনে ফেলেছে ইংল্যান্ডের একাধিক দলকে।
আসলে হয়েছে কি, ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’-এর ফ্র্যাঞ্চাইজি বিক্রি করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। আর সেখানেই ওভালের দলের অংশীদারিত্ব কিনে নিয়েছে রিলায়েন্স। আর এবার খবর, সেই দলেরই নাম বদলের পথে তারা। তথ্য বলছে, ৬০ মিলিয়ন পাউন্ড বা ৭০৮ কোটি টাকার বিনিময়ে ইংল্যান্ডের এই দলের ৪৯ শতাংশ অংশীদারিত্ব কিনেছে রিলায়েন্স। আর এবার তারা চাইছে লন্ডন ইনভিনসিবলের নাম বদলে রাখা হোক এমআই লন্ডন।
রিলায়েন্সের দেওয়া এই প্রস্তাব এখনও চূড়ান্ত রূপ না পেলেও এই বিষয়ে আলোচনা চলছে রিলায়েন্স ও সারের মধ্যে। তবে ইতিমধ্যেই মুম্বই ইন্ডিয়ান্স (পুরুষ ও মহিলা দল), এমআই কেপটাউন, এমআই নিউইয়র্ক, এমআই এমিরেটসের পর ষষ্ঠ দল হিসাবে রিলায়েন্সের হাতে এল লন্ডনের এই ক্রিকেট দল।
উল্লেখ্য, ইংল্যান্ডের এই ক্রিকেট প্রতিযোগিতায় ম্যানচেস্টারের দলের ৭০ শতাংশ মালিকানা রয়েছে কলকাতার আরপিএসজি গ্রুপের কাছে। সান টিভি নেটওয়ার্কের কাছে রয়েছে নর্দান সুপারচার্জার্সের সম্পূর্ণ মালিকানা।