EPFO: প্রভিডেন্ট ফান্ডে এবার ৮.২৫ শতাংশ সুদ, নতুন নিয়মে মিলবে আগের থেকে অনেক বেশি টাকা!

Employees' Provident Fund Organisation: ইপিএফও ধীরে ধীরে তার সদস্যদের অ্যাকাউন্টে সুদের পরিমাণ জমা করছে। আর এই সুদ জমা করার ব্যাপারটা কারও আগে হয়। কারও আবার একটু সময় লাগে।

EPFO: প্রভিডেন্ট ফান্ডে এবার ৮.২৫ শতাংশ সুদ, নতুন নিয়মে মিলবে আগের থেকে অনেক বেশি টাকা!
ফাইল চিত্র।Image Credit source: TV9 বাংলা

Jun 05, 2025 | 6:10 AM

বেসরকারি সংস্থায় যাঁরা চাকরি করেন তাঁদের কাছে ইপিএফ বা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ভবিষ্যতের জন্য একটা দারুণ উপায়। আর এই অ্যাকাউন্টে জমা থাকা টাকায় কত সুদ দেওয়া হবে, সেটা নির্ধারণ করে কেন্দ্রীয় সরকার। আর পিটিআই-এর একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য ইপিএফ অ্যাকাউন্ট হোল্ডারদের ৮.২৫ শতাংশ হারে সুদ দেবে সরকার।

তথ্য বলছে, এবার ইপিএফও ধীরে ধীরে তার সদস্যদের অ্যাকাউন্টে সুদের পরিমাণ জমা করছে। আর এই সুদ জমা করার ব্যাপারটা কারও আগে হয়। কারও আবার একটু সময় লাগে।

কিন্তু কত সুদ পাবেন আপনি?

ইপিএফ স্কিম ১৯৫২-এর প্যারা ৬০-এ স্পষ্টভাবে লেখা রয়েছে কেমন ভাবে অ্যাকাউন্ট হোল্ডাররা সুদ পাবেন। সেখানে বলা হয়েছে প্রতি মাসে পেনশন স্কিম বাদ দিয়ে এমপ্লয়ার ও এমপ্লয়ি যে পরিমান টাকা দিচ্ছে, সেটা জমা হওয়ার পর ব্যালেন্স হিসাব করতে হবে। তার উপর বার্ষিক সুদের হারের ১২ ভাগের ১ ভাগ হিসাব করে মাসিক সুদ বের করতে হবে। সারা বছর এমনভাবে সুদের হিসাব করার পর বছর শেষে মোট সুদ একসঙ্গে অ্যাকাউন্টে জমা পড়বে।

পিএফ অ্যাকাউন্টে সুদ জমা পড়তে বেশ অনেকটাই সময় লাগে। সাধারণত বছরের শেষের দিকে এই সুদ জমা পড়ে। তবে ইপিএফও-এর ওয়েবসাইটে লগইন করে পাশবুক চেক করা বেশ সমস্যার। আর সেক্ষেত্রে অন্য কয়েকটা উপায় আছে আপনার ইপিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করার।

ওয়েবসাইটে লগইন না করে কীভাবে ইপিএফও অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করবেন?

ইপিএফ অ্যাকাউন্টে সুদ জমা পড়তে কিছু ক্ষেত্রে দেরি হলেও তাতে অ্যাকাউন্ট হোল্ডারের তেমন কোনও ক্ষতি হয় না। তবে ২০২৪ সালে একটি সংশোধনীর মাধ্যমে কিছু নিয়মের পরিবর্তন করেছে ইপিএফও। আগে ইপিএফ অ্যাকাউন্ট হোল্ডাররা অর্থবর্ষের শেষ মার পর্যন্ত সুদ পেতেন একসঙ্গে। এবার সেই নিয়মের বদলে যে তারিখে সুদ জমা পড়ছে, সেই তারিখ পর্যন্ত সুদ পাবেন তাঁরা। আর এতে অ্যাকাউন্ট হোল্ডারদেরই আর্থিক ক্ষতি কম হবে।